তাপমাত্রা দিল স্বস্তি ৷ শনিবারের ঝড়-বৃষ্টিপাত উত্তরবঙ্গে নিয়ে এল স্বস্তির হাওয়া ৷ তাই তো সকাল সকাল ভোট দিতে লাইনে এসে দাঁড়ালেন শিলিগুড়ির মানুষ ৷ লাইনে দেখা মিলল, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাদেরও ৷
2/ 4
গোটা শিলিগুড়ি সকাল থেকেই মেতেছে ভোট উৎসবে ৷ সকাল থেকেই শিলিগুড়ির নানা ভোট কেন্দ্র এসে পড়েছে সাধারণ মানুষ ৷ লম্বা লাইনে ভোটর কার্ড হাতে নিয়ে প্রয়োগ করছেন ভোটাধিকার ৷
3/ 4
শিলিগুড়ির যোগোমণি উচ্চ বিদ্যালয়ের সামনেও সকাল ৭টা থেকেই দেখা গেল লম্বা লাইন ৷
4/ 4
শিলিগুড়ির ইয়ং জেনারেশন সকাল সকালই ভোট দিলেন ৷ ভোটার কার্ড হাতে নিয়ে তুললেন গ্রুফিও ৷
তাপমাত্রা দিল স্বস্তি ৷ শনিবারের ঝড়-বৃষ্টিপাত উত্তরবঙ্গে নিয়ে এল স্বস্তির হাওয়া ৷ তাই তো সকাল সকাল ভোট দিতে লাইনে এসে দাঁড়ালেন শিলিগুড়ির মানুষ ৷ লাইনে দেখা মিলল, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাদেরও ৷
গোটা শিলিগুড়ি সকাল থেকেই মেতেছে ভোট উৎসবে ৷ সকাল থেকেই শিলিগুড়ির নানা ভোট কেন্দ্র এসে পড়েছে সাধারণ মানুষ ৷ লম্বা লাইনে ভোটর কার্ড হাতে নিয়ে প্রয়োগ করছেন ভোটাধিকার ৷