স্কুলে স্কুলে মানা হবে বিশেষ কোভিড বিধি। প্রতিদিনই স্কুল শেষে ক্লাস রুম স্যানিটাইজেশন করা হবে। ইতিমধ্যেই ক্লাসরুম পরিষ্কার, পরিচ্ছন্ন করা হয়েছে। স্কুলের গায়ে লেগেছে রঙের নতুন প্রলেপও। রুমগুলো স্যানিটাইজেশন করা হচ্ছে। কাল থেকে স্কুলের গেটে থাকবে থার্মাল গান। সঙ্গে হ্যাণ্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা।
এরপরও সেকশনের সংখ্যা কম হলে তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী। তিনি জানান, ক্লাস করার মতো পুরনো অবস্থায় ফিরেছে স্কুলের পরিবেশ। শহরের অন্যান্য স্কুল, কলেজেও প্রস্তুতি প্রায় শেষ। এখন স্কুলের ঘণ্টা বাজার অপেক্ষায় পড়ুয়ারা!কাল দুই স্কুলেই ছাত্র-ছাত্রীদের বরণ করে নিতে থাকছে বিশেষ ব্যবস্থা। ফুল, চকোলেট তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে। সেইসঙ্গে নির্ভয়ে পড়ুয়াদের স্কুলে পাঠানোর আর্জি প্রধান শিক্ষক, শিক্ষিকাদের।