SILIGURI MUNICIPAL ELECTION 2022|| ভোটদানের আগে শিলিগুড়ি মহাবীরস্থানের আনন্দময়ী কালীবাড়িতে গৌতম দেব, জানালেন...

Last Updated:
Siliguri Municipal Election 2022: এ বার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে গৌতম দেবকে পুরসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল৷ তৃণমূল শিলিগুড়ি পুরনিগম দখল করতে পারলে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবেও এগিয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী৷
1/5
*আজ রাজ্যের চার কমিশনারেট এলাকায় চলছে ভোট গ্রহণ। এ বার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে গৌতম দেবকে পুরসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল৷ তৃণমূল শিলিগুড়ি পুরনিগম দখল করতে পারলে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবেও এগিয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী৷ 
*আজ রাজ্যের চার কমিশনারেট এলাকায় চলছে ভোট গ্রহণ। এ বার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে গৌতম দেবকে পুরসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল৷ তৃণমূল শিলিগুড়ি পুরনিগম দখল করতে পারলে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবেও এগিয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী৷ 
advertisement
2/5
*তাই ভোটদানের আগে শিলিগুড়ি মহাবীরস্থানের আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরবোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
*তাই ভোটদানের আগে শিলিগুড়ি মহাবীরস্থানের আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরবোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
advertisement
3/5
*গৌতম দেব বলেন, 'শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের মতদান শুরুর প্রাক্কালে মহাবীরস্থান আনন্দময়ী কালীবাড়িতে মায়ের আশীর্বাদ প্রার্থনায় আসলাম। মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। শিলিগুড়ি বোর্ড তৃণমূল গঠন করতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।'
*গৌতম দেব বলেন, 'শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের মতদান শুরুর প্রাক্কালে মহাবীরস্থান আনন্দময়ী কালীবাড়িতে মায়ের আশীর্বাদ প্রার্থনায় আসলাম। মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। শিলিগুড়ি বোর্ড তৃণমূল গঠন করতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।'
advertisement
4/5
*কী প্রার্থনা করলেন প্রশ্ন করলে তিনি বলেন, 'আমার জন্মভূমি, আমার প্রাণের শহরের কল্যাণ হোক। সকলে আরোগ্য থাকি। আর সকলে যেন শান্তিতে থাকতে পারি এই প্রার্থনা করলাম মায়ের কাছে।'
*কী প্রার্থনা করলেন প্রশ্ন করলে তিনি বলেন, 'আমার জন্মভূমি, আমার প্রাণের শহরের কল্যাণ হোক। সকলে আরোগ্য থাকি। আর সকলে যেন শান্তিতে থাকতে পারি এই প্রার্থনা করলাম মায়ের কাছে।'
advertisement
5/5
*দলীয় সূত্রে খবর, শিলিগুড়িতে শেষ পর্যন্ত পরিবর্তন ঘটানোর বিষয়ে আত্মবিশ্বাসী গৌতম দেব৷ তাই ভোটের দিন সকালে প্রথমে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল প্রার্থী৷ গৌতমেরও দাবি, উৎসবেরই মেজাজেই শিলিগুড়িতে ভোট হবে৷ হার নিশ্চিত জেনেই বিরোধীরা নানা অভিযোগ করছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতা৷
*দলীয় সূত্রে খবর, শিলিগুড়িতে শেষ পর্যন্ত পরিবর্তন ঘটানোর বিষয়ে আত্মবিশ্বাসী গৌতম দেব৷ তাই ভোটের দিন সকালে প্রথমে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল প্রার্থী৷ গৌতমেরও দাবি, উৎসবেরই মেজাজেই শিলিগুড়িতে ভোট হবে৷ হার নিশ্চিত জেনেই বিরোধীরা নানা অভিযোগ করছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতা৷
advertisement
advertisement
advertisement