North Bengal Tourism: পর্যটনে আশার আলো! পাহাড়-তরাইয়ে শুরু ব্যবসায়ী-কর্মীদের করোনা টিকাকরণ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পর্যটনে আশার আলো! পাহাড় এবং সমতলের তরাইয়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের টিকাকরণ কর্মসূচি শুরু হল আজ থেকে।
*পর্যটনে আশার আলো! পাহাড় এবং সমতলের তরাইয়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের টিকাকরণ কর্মসূচি শুরু হল আজ থেকে। কোভিডের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। গত বছরে প্রথম ঢেউয়ে যা অবস্থা হয়েছিল তা কাটিয়ে তোলার আগেই দ্বিতীয় ঢেউয়ের দাপটে দিশেহারা পর্যটন ব্যবসায়ীরা। (প্রতিবেদন ও ছবিঃ পার্থ প্রতিম সরকার)
advertisement
advertisement
advertisement
advertisement
*রাজ্য স্বাস্থ্য দফতর পর্যটন শিল্পকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টিকাকরণ সূচি চালু করেছে। অন্তত টিকা নিয়ে এই শিল্পের সঙ্গে জড়িতরা কাজে এগিয়ে আসতে পারে। সেইমতো দার্জিলিংয়ের ভানু ভবন এবং শিলিগুড়ির সেবক রোডে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হল আজ থেকে। মূলত হোটেল কর্মী, ট্যুর গাইড, হোম স্টে'র মালিক থেকে ট্যুর অপারেটার্স, ট্র্যাভেল এজেন্ট, গাড়ির চালকেরা আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়।
advertisement