*লকডাউনেই আবার খুশীর জোয়ার আসে সাফারি পার্কে। রয়েল বেঙ্গল টাইগার শীলা জন্ম দেয় তিন শাবকের। নতুন অতিথির আগমনে বেজায় খুশী সাফারি পার্কের কর্তা থেকে কর্মীরা। আপাতত নতুন ৩ অথিতিদের পর্যটকদের সামনে আনা হচ্ছে না। তবে অন্য বন্য জন্তুরা ফের ফিরে পাবে আগের মূহূর্ত। পর্যটকদের আনাগোনা। এনক্লোজারের বাইরে গাড়ির শব্দ। সেই চেনা ফ্ল্যাশ বাল্বের ঝলকানি!
*একেবারে কোভিড প্রোটোকল মেনে খুলছে পার্কের দুয়ার। মূল প্রবেশ পথে হবে থার্মাল চেকিং। তারপর অটোমেটিক যন্ত্রাংশে হাতের তালু স্যানিটাইজ করে প্রবেশ। মাস্কও মাস্ট। কার সাফারি এবং টয়ট্রেন সাফারি চালু থাকছে। তবে দুই ক্ষেত্রেই কমছে পর্যটকদের আসন সংখ্যা। তবে আপাতত বিশ্রামেই থাকবে লক্ষী ও ঊর্মিলা। পার্কের দুই কুনকি হাতি। কেননা বন্ধ থাকছে এলিফ্যান্ট রাইড।
*সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই হবে সাফারি। কারো জ্বর বা অন্য উপসর্গ দেখা দিলে ফিরিয়ে দেওয়া হবে। প্রতিটি ট্রিপ শেষেই গাড়ি এবং টয়ট্রেন স্যানিটাইজ করা হবে। তিনি আরও জানান, পর্যটকদেরও সচেতনতার পরিচয় দিতে হবে। তার আশা, পুজোর মুখেই চেনা ছন্দ ফিরে পাবে সাফারি পার্ক। এদিকে পার্ক খোলায় খুশির আবহ।