Siliguri News|| ফের রাতের শিলিগুড়িতে জমজমাট পার্টি, পানশালা থেকে গ্রেফতার ৪১ যুবক-যুবতী

Last Updated:
শিলিগুড়ির সেবক রোডের একটি পানশালায় চলছিল পার্টি! খবর পেয়েই হানা ভক্তিনগর থানার পুলিশের। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করার অভিযোগে গ্রেফতার করা হয় ৪১ জনকে।
1/7
*ফের কোভিড বিধি লঙ্ঘন! আবারও রাতের শহরে দেদার পার্টি! শিলিগুড়ির সেবক রোডের একটি পানশালায় চলছিল পার্টি! খবর পেয়েই হানা ভক্তিনগর থানার পুলিশের। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করার অভিযোগে গ্রেফতার করা হয় ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। নির্দিষ্ট সময়ের পর চলছিল পার্টি। এমনই অভিযোগ পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে। তথ্য ও ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
*ফের কোভিড বিধি লঙ্ঘন! আবারও রাতের শহরে দেদার পার্টি! শিলিগুড়ির সেবক রোডের একটি পানশালায় চলছিল পার্টি! খবর পেয়েই হানা ভক্তিনগর থানার পুলিশের। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করার অভিযোগে গ্রেফতার করা হয় ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। নির্দিষ্ট সময়ের পর চলছিল পার্টি। এমনই অভিযোগ পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে। তথ্য ও ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
advertisement
2/7
*কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে শর্ত সাপেক্ষে রেস্টুরেন্ট ও বার খোলার অনুমতি দেয় রাজ্য। রাত ৮টা পর্যন্ত খোলা থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে ৫০ শতাংশ লোকের ভিড় করা যাবে। কিন্তু বাস্তবে শহরের একাধিক রেস্টুরেন্ট ও বারে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
*কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে শর্ত সাপেক্ষে রেস্টুরেন্ট ও বার খোলার অনুমতি দেয় রাজ্য। রাত ৮টা পর্যন্ত খোলা থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে ৫০ শতাংশ লোকের ভিড় করা যাবে। কিন্তু বাস্তবে শহরের একাধিক রেস্টুরেন্ট ও বারে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
advertisement
3/7
*শুক্রবার রাতে সেবক রোডের পানশালাতেও ছিল ভিড়। এবং রাত ৮টার পর চলছিল দেদার পার্টি। খবর পাওয়া মাত্র ভক্তিনগর থানার আইসির নেতৃত্বে পুলিশ হানা দেয়। সংগৃহীত ছবি। 
*শুক্রবার রাতে সেবক রোডের পানশালাতেও ছিল ভিড়। এবং রাত ৮টার পর চলছিল দেদার পার্টি। খবর পাওয়া মাত্র ভক্তিনগর থানার আইসির নেতৃত্বে পুলিশ হানা দেয়। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*এর আগেও শহরে কোভিড বিধি উপেক্ষা করে কোথাও নেশার আসর, আবার কোথাও জুয়ার আসর বসেছিল। প্রতি ক্ষেত্রেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি শহরের একাধিক পানশালার। কারা এর সঙ্গে জড়িত? কাদের মদতেই এই ধরনের কোভিড বিধিকে উপেক্ষা? এসব প্রশ্নই উঁকি মারছে। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ভিড়। সংগৃহীত ছবি। 
*এর আগেও শহরে কোভিড বিধি উপেক্ষা করে কোথাও নেশার আসর, আবার কোথাও জুয়ার আসর বসেছিল। প্রতি ক্ষেত্রেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি শহরের একাধিক পানশালার। কারা এর সঙ্গে জড়িত? কাদের মদতেই এই ধরনের কোভিড বিধিকে উপেক্ষা? এসব প্রশ্নই উঁকি মারছে। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ভিড়। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*একেই রাজ্যজুড়ে নৈশ কার্ফু জারি রয়েছে। তারপরও কেন এই উদাসীনতা? এর আগে এক পানশালা বন্ধ করে দেয় পুলিশ। এমনকী গতকাল রাতে যে পানশালায় অভিযান চালায় পুলিশ এর আগে সেখানে হানা দিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও পার্টি চলায় পুলিশ কড়া পদক্ষেপ নিতে চলেছে। সংগৃহীত ছবি। 
*একেই রাজ্যজুড়ে নৈশ কার্ফু জারি রয়েছে। তারপরও কেন এই উদাসীনতা? এর আগে এক পানশালা বন্ধ করে দেয় পুলিশ। এমনকী গতকাল রাতে যে পানশালায় অভিযান চালায় পুলিশ এর আগে সেখানে হানা দিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও পার্টি চলায় পুলিশ কড়া পদক্ষেপ নিতে চলেছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরজুড়েই কোভিড মোকাবিলায় বিশেষ অভিযান জারি থাকবে। সংগৃহীত ছবি। 
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরজুড়েই কোভিড মোকাবিলায় বিশেষ অভিযান জারি থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*কোনওভাবেই কোভিড বিধি উপেক্ষা করা যাবে না। যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গতকাল রাতের ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। শহরে কোভিড সচেতনতা জারি রাখার জন্যে নিয়মিত প্রচার চালিয়ে আসছে পুলিশ। সংগৃহীত ছবি।
*কোনওভাবেই কোভিড বিধি উপেক্ষা করা যাবে না। যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গতকাল রাতের ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। শহরে কোভিড সচেতনতা জারি রাখার জন্যে নিয়মিত প্রচার চালিয়ে আসছে পুলিশ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement