Sikkim Landslide: কোনও রাস্তা নেই, টানা বৃষ্টিতে রাস্তার উপরে বইছে নদী! সিকিমের লাইফলাইন NH10-এর ভয়াবহ রূপ

Last Updated:
Sikkim Landslide: বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত এনএইচ-১০, মেলি ও কিরনিতে রাস্তা ধসে বন্ধ ভারী যান চলাচল! গত রাতের টানা ভারী বর্ষণে ফের বিপর্যস্ত হল জাতীয় সড়ক ১০ (NH10)।
1/6
বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত এনএইচ-১০, মেলি ও কিরনিতে রাস্তা ধসে বন্ধ ভারী যান চলাচল! গত রাতের টানা ভারী বর্ষণে ফের বিপর্যস্ত হল জাতীয় সড়ক ১০ (NH10)।
বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত এনএইচ-১০, মেলি ও কিরনিতে রাস্তা ধসে বন্ধ ভারী যান চলাচল! গত রাতের টানা ভারী বর্ষণে ফের বিপর্যস্ত হল জাতীয় সড়ক ১০ (NH10)।
advertisement
2/6
সিকিমের প্রাণসঞ্চারী এই রাস্তাটির দুটি গুরুত্বপূর্ণ অংশ—মেলি ও কিরনি—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে রাস্তায় পিচ, সরে গিয়েছে মাটি। ফলে আপাতত ওই অঞ্চলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সিকিমের প্রাণসঞ্চারী এই রাস্তাটির দুটি গুরুত্বপূর্ণ অংশ—মেলি ও কিরনি—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে রাস্তায় পিচ, সরে গিয়েছে মাটি। ফলে আপাতত ওই অঞ্চলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
advertisement
3/6
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলি ও কিরনিতে রাস্তার একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও পুরো রাস্তা ভেঙে গিয়েছে। এই অবস্থায় যে কোনও ধরনের ভারী যানবাহনের চলাচল আরও বিপদের আশঙ্কা তৈরি করতে পারে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলি ও কিরনিতে রাস্তার একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও পুরো রাস্তা ভেঙে গিয়েছে। এই অবস্থায় যে কোনও ধরনের ভারী যানবাহনের চলাচল আরও বিপদের আশঙ্কা তৈরি করতে পারে।
advertisement
4/6
একইসঙ্গে, লিখুবিরের কাছে বড়সড় পাথরধসের ঘটনা ঘটেছে। রাস্তার উপরে জমে উঠেছে পাথর ও ধ্বংসাবশেষ। ঝুঁকি এড়াতে দ্রুত সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা ও সড়ক মেরামতি দল। চলছে মাটি সরানোর কাজ, তবে প্রাকৃতিক বাধায় গতি কিছুটা ধীর।
একইসঙ্গে, লিখুবিরের কাছে বড়সড় পাথরধসের ঘটনা ঘটেছে। রাস্তার উপরে জমে উঠেছে পাথর ও ধ্বংসাবশেষ। ঝুঁকি এড়াতে দ্রুত সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা ও সড়ক মেরামতি দল। চলছে মাটি সরানোর কাজ, তবে প্রাকৃতিক বাধায় গতি কিছুটা ধীর।
advertisement
5/6
স্থানীয় এক ট্রাক চালক বলেন, “এই রাস্তাটাই আমাদের জীবিকা। বন্ধ থাকলে খাবার, জ্বালানি-- সব কিছু আটকে যায়।’’ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। (Reporter-- SUROJIT DEY)
স্থানীয় এক ট্রাক চালক বলেন, “এই রাস্তাটাই আমাদের জীবিকা। বন্ধ থাকলে খাবার, জ্বালানি-- সব কিছু আটকে যায়।’’ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। (Reporter-- SUROJIT DEY)
advertisement
6/6
এখন বর্ষার শুরু, সামনে আরও বিপদ লুকিয়ে থাকতে পারে। তাই প্রশাসন এবং স্থানীয়রা এখন আরও সতর্ক, আরও প্রস্তুত। (Reporter-- SUROJIT DEY)
এখন বর্ষার শুরু, সামনে আরও বিপদ লুকিয়ে থাকতে পারে। তাই প্রশাসন এবং স্থানীয়রা এখন আরও সতর্ক, আরও প্রস্তুত। (Reporter-- SUROJIT DEY)
advertisement
advertisement
advertisement