Darjeeling News : ‘কচিকাঁচাদের’ ভিড়! রেকর্ড সংখ্যক প্রাণীর জন্ম, নতুন প্রাণ ফিরে পেল দার্জিলিং চিড়িয়াখানা

Last Updated:
Darjeeling News : বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় প্রায় ৫০টি প্রজাতির ৫১০টি পশুপাখি রয়েছে, এবং আগামী কয়েক মাসে আরও ৮০টি নবজাত প্রাণীর জন্মের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
1/7
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : মেঘে মোড়া পাহাড়ের কোলে অবস্থিত দার্জিলিং চিড়িয়াখানায় এ বছর যেন এক নতুন বসন্ত নেমেছে। খাঁচার ভেতর থেকে ভেসে আসছে ছোট্ট গর্জন, পাখির ডানার ঝাপটানি, নবজাত পশুপাখির কৌতূহলী চাহনি। কারণ, গত বছরের তুলনায় এই বছর প্রজননের সংখ্যা বেড়েছে দুই গুণেরও বেশি— যা চিড়িয়াখানার ইতিহাসে এক নতুন মাইলফলক।
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য :</strong> মেঘে মোড়া পাহাড়ের কোলে অবস্থিত দার্জিলিং চিড়িয়াখানায় এ বছর যেন এক নতুন বসন্ত নেমেছে। খাঁচার ভেতর থেকে ভেসে আসছে ছোট্ট গর্জন, পাখির ডানার ঝাপটানি, নবজাত পশুপাখির কৌতূহলী চাহনি। কারণ, গত বছরের তুলনায় এই বছর প্রজননের সংখ্যা বেড়েছে দুই গুণেরও বেশি— যা চিড়িয়াখানার ইতিহাসে এক নতুন মাইলফলক।
advertisement
2/7
গত বছর যেখানে মোট ৬০টি নতুন পশুপাখির জন্ম হয়েছিল, সেখানে চলতি বছর এখনো পর্যন্ত সেই সংখ্যা পৌঁছেছে ১৭৮-এ। দার্জিলিং চিড়িয়াখানার পাশাপাশি তোপকে দারা ও ডাওহিল প্রজননকেন্দ্র মিলিয়ে এই সাফল্যকে ‘‘অভূতপূর্ব’’ বলেই মনে করছেন আধিকারিকরা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গত বছর যেখানে মোট ৬০টি নতুন পশুপাখির জন্ম হয়েছিল, সেখানে চলতি বছর এখনো পর্যন্ত সেই সংখ্যা পৌঁছেছে ১৭৮-এ। দার্জিলিং চিড়িয়াখানার পাশাপাশি তোপকে দারা ও ডাওহিল প্রজননকেন্দ্র মিলিয়ে এই সাফল্যকে ‘‘অভূতপূর্ব’’ বলেই মনে করছেন আধিকারিকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বলেন, “আমরা বরাবরই চেষ্টা করি এমন এক পরিবেশ তৈরি করতে, যেখানে পশুপাখিরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বংশবৃদ্ধি করতে পারে। সেই মনোযোগী পরিকল্পনার ফলেই আজ এই সাফল্য।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বলেন, “আমরা বরাবরই চেষ্টা করি এমন এক পরিবেশ তৈরি করতে, যেখানে পশুপাখিরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বংশবৃদ্ধি করতে পারে। সেই মনোযোগী পরিকল্পনার ফলেই আজ এই সাফল্য।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
এই সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে captive breeding বা বন্দী অবস্থায় প্রজনন বৃদ্ধির উপর জোর দেওয়া। সরকারি কর্মকর্তাদের দাবি, প্রজননের এই বৃদ্ধি কেবল প্রাণিসম্পদ সংরক্ষণের দিকেই নয়, বরং পর্যটকদের আকর্ষণও বহুগুণে বাড়িয়ে তুলবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে captive breeding বা বন্দী অবস্থায় প্রজনন বৃদ্ধির উপর জোর দেওয়া। সরকারি কর্মকর্তাদের দাবি, প্রজননের এই বৃদ্ধি কেবল প্রাণিসম্পদ সংরক্ষণের দিকেই নয়, বরং পর্যটকদের আকর্ষণও বহুগুণে বাড়িয়ে তুলবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
প্রজননের এই তালিকায় রয়েছে একাধিক বিরল ও আকর্ষণীয় প্রজাতি— চিয়ার ফিজেন্ট ৪টি, কালিজ ফিজেন্ট ১৯টি, স্নো লেপার্ড ২টি, টেমিন্কের ট্র্যাগোপান ৩টি, রেড পান্ডা ২টি, হিমালয়ান থার ১টি, ইয়াক ১টি, ব্লু শিপ ২টি, বারকিং ডিয়ার ১টি, গোল্ডেন ফিজেন্ট ৭টি, এবং আরও বহু প্রজাতির জন্ম। শুধু এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যেই জন্ম হয়েছে ৯৯টি নতুন প্রাণীর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রজননের এই তালিকায় রয়েছে একাধিক বিরল ও আকর্ষণীয় প্রজাতি— চিয়ার ফিজেন্ট ৪টি, কালিজ ফিজেন্ট ১৯টি, স্নো লেপার্ড ২টি, টেমিন্কের ট্র্যাগোপান ৩টি, রেড পান্ডা ২টি, হিমালয়ান থার ১টি, ইয়াক ১টি, ব্লু শিপ ২টি, বারকিং ডিয়ার ১টি, গোল্ডেন ফিজেন্ট ৭টি, এবং আরও বহু প্রজাতির জন্ম। শুধু এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যেই জন্ম হয়েছে ৯৯টি নতুন প্রাণীর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় প্রায় ৫০টি প্রজাতির ৫১০টি পশুপাখি রয়েছে, এবং আগামী কয়েক মাসে আরও ৮০টি নবজাত প্রাণীর জন্মের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় প্রায় ৫০টি প্রজাতির ৫১০টি পশুপাখি রয়েছে, এবং আগামী কয়েক মাসে আরও ৮০টি নবজাত প্রাণীর জন্মের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
গত বছর রেড পান্ডা সংরক্ষণের জন্য বিশ্বের প্রথম তিন চিড়িয়াখানার তালিকায় স্থান পেয়েছিল দার্জিলিং চিড়িয়াখানা। এবার এই নতুন সাফল্য সেই অর্জনকে আরও উজ্জ্বল করেছে। পাহাড়ের হাওয়ায় যেন ছড়িয়ে পড়েছে নতুন জীবনের উচ্ছ্বাস— দার্জিলিং চিড়িয়াখানায় ফিরে এসেছে প্রাণের ছোঁয়া। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গত বছর রেড পান্ডা সংরক্ষণের জন্য বিশ্বের প্রথম তিন চিড়িয়াখানার তালিকায় স্থান পেয়েছিল দার্জিলিং চিড়িয়াখানা। এবার এই নতুন সাফল্য সেই অর্জনকে আরও উজ্জ্বল করেছে। পাহাড়ের হাওয়ায় যেন ছড়িয়ে পড়েছে নতুন জীবনের উচ্ছ্বাস— দার্জিলিং চিড়িয়াখানায় ফিরে এসেছে প্রাণের ছোঁয়া।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement