Rabindrajayanti 2023: সমতল থেকে পাহাড়, রবীন্দ্রনাথে মাতল গোটা বাংলা! কবির জন্মতিথিতে উৎসবের মেজাজ উত্তরবঙ্গে
- Published by:Salmali Das
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
পাহাড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল পঁচিশে বৈশাখ। উৎসাহের খামতি ছিল না পাহাড়েও। দার্জিলিংয়ের মংপু এবং কালিম্পংয়ের গৌরিপুরে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।
advertisement
advertisement
মিলনী ক্লাবের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নেন পর্যটকেরাও।এসেছিলেন বাংলাদেশ থেকে পর্যটকেরাও। রবীন্দ্রনাথের গান, আবৃত্তির মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। মিলনী ক্লাবের কর্তা সুব্রত মান্না জানান, প্রতিবারের মতোই এর আয়োজন করা হয়। শীঘ্রই ভবনটি সংস্কারের কাজ শুরু করা হবে। এর জন্যে অর্থও বরাদ্দ করেছে রাজ্য।
advertisement
advertisement
advertisement