জালে আটকে পড়ল ওটা কী! দেখতে ছুটল গ্রামবাসীরা!

Last Updated:
পাইথনটি মশারির জালে শক্ত করে জড়িয়ে পড়েছিল। সাপপ্রেমীরা ধৈর্য ধরে জাল কাটতে শুরু করেন। প্রায় আধঘণ্টার চেষ্টার পর অবশেষে বিশাল সরীসৃপটিকে মুক্ত করা সম্ভব হয়।উদ্ধারকাজে নিরাপত্তার জন্য ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়।
1/5
ঘরের পিছনের বিকট শব্দে চাঞ্চল্য!জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া এলাকায় হঠাৎ ঘরের পিছন থেকে শোনা গেল বিকট শব্দ। কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ির মালিক দেখেন অদ্ভুত দৃশ্য। মশারির জালে কুণ্ডলী পাকিয়ে রয়েছে বিশাল এক পাইথন। মুহূর্তে চারপাশে ভিড় জমে যায় এলাকাবাসীর।
ঘরের পিছনের বিকট শব্দে চাঞ্চল্য!জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া এলাকায় হঠাৎ ঘরের পিছন থেকে শোনা গেল বিকট শব্দ। কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ির মালিক দেখেন অদ্ভুত দৃশ্য। মশারির জালে কুণ্ডলী পাকিয়ে রয়েছে বিশাল এক পাইথন। মুহূর্তে চারপাশে ভিড় জমে যায় এলাকাবাসীর।
advertisement
2/5
১২ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার। ইয়ালম্বা এই স্ত্রী পাইথন দেখতে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করে। বিপদ এড়াতে দ্রুত খবর দেওয়া হয় সাপপ্রেমী উদ্ধার দলের কাছে। ঘটনাস্থল মুহূর্তে পরিণত হয় কৌতূহল কেন্দ্র।
১২ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার। ইয়ালম্বা এই স্ত্রী পাইথন দেখতে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করে। বিপদ এড়াতে দ্রুত খবর দেওয়া হয় সাপপ্রেমী উদ্ধার দলের কাছে। ঘটনাস্থল মুহূর্তে পরিণত হয় কৌতূহল কেন্দ্র।
advertisement
3/5
পাইথনটি মশারির জালে শক্ত করে জড়িয়ে পড়েছিল। সাপপ্রেমীরা ধৈর্য ধরে জাল কাটতে শুরু করেন। প্রায় আধঘণ্টার চেষ্টার পর অবশেষে বিশাল সরীসৃপটিকে মুক্ত করা সম্ভব হয়।উদ্ধারকাজে নিরাপত্তার জন্য ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়।
পাইথনটি মশারির জালে শক্ত করে জড়িয়ে পড়েছিল। সাপপ্রেমীরা ধৈর্য ধরে জাল কাটতে শুরু করেন। প্রায় আধঘণ্টার চেষ্টার পর অবশেষে বিশাল সরীসৃপটিকে মুক্ত করা সম্ভব হয়।উদ্ধারকাজে নিরাপত্তার জন্য ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়।
advertisement
4/5
উদ্ধারের পর পাইথনটিকে সাবধানে বস্তায় ভরে বনদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বনকর্মীরা জানান, প্রাথমিকভাবে সাপটি সুস্থ আছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে সেটিকে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
উদ্ধারের পর পাইথনটিকে সাবধানে বস্তায় ভরে বনদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বনকর্মীরা জানান, প্রাথমিকভাবে সাপটি সুস্থ আছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে সেটিকে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
5/5
সাপপ্রেমীরা জানান, ডাঙ্গাপাড়া এলাকার পাশেই বৈকুন্ঠপুর বন ও একটি নদী রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জল বেড়েছে, ফলে পাইথনটি জঙ্গল থেকে ভেসে আসতে পারে।
সাপপ্রেমীরা জানান, ডাঙ্গাপাড়া এলাকার পাশেই বৈকুন্ঠপুর বন ও একটি নদী রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জল বেড়েছে, ফলে পাইথনটি জঙ্গল থেকে ভেসে আসতে পারে।
advertisement
advertisement
advertisement