Passenger Train Cancelled: রেলের বিরাট খবর, ১৪ প্যাসেঞ্জার ট্রেন বাতিল আজিমগঞ্জ শাখায়, কোন ট্রেন-কতদিন? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Passenger Train Cancelled: সাতজোড়া প্যাসেঞ্জার ও একটি এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে, একাধিক ট্রেন ঘুরপথে চলাচল করবে পাঁচ মার্চ পর্যন্ত।
সাত জোড়া প্যাসেঞ্জার ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেন বাতিল। ঘুরপথে চলাচল করবে একধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। আগামী পাঁচ দিন নতুন রেল লাইনের কাজের জন্য এমন সিদ্ধান্ত রেলের। নিউ ফারাক্কা-আজিমগঞ্জ সেকশনের আহিরান এবং সুজনীপাড়া স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য প্রাক-নন-ইন্টারলকিং, নন-ইন্টারলকিং কাজ শুরু হচ্ছে। ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত কাজ চলবে। তারপর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।
advertisement
advertisement
০৩০৫৯ কাটোয়া – নিমতিতা প্যাসেঞ্জার, ০৩০৫৮ নিমতিতা – আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত বাতিল। ০৩৪৩৯ আজিমগঞ্জ – ভাগলপুর এক্সপ্রেস স্পেশাল ।( ২ মার্চ থেকে ৫ মার্চ বাতিল)০৩৪৪০ ভাগলপুর - আজিমগঞ্জ প্যাসেঞ্জার।(৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বাতিল)০৩৪১১ রামপুরহাট-সাহিবগঞ্জ প্যাসেঞ্জার।(৩ ও ৪ মার্চ বাতিল)০৩৪১২ সাহেবগঞ্জ – রামপুরহাট প্যাসেঞ্জার। ( ৪ ও ৫ মার্চ বাতিল) ০৫৪০৬ সাহেবগঞ্জ – রামপুরহাট প্যাসেঞ্জার। ( ৩ ও ৪ মার্চ বাতিল)০৩০৫৭ আজিমগঞ্জ – নিমতিতা প্যাসেঞ্জার। ( ৪ ও ৫ মার্চ বাতিল) ০৩০৬০ নিমতিতা – কাটোয়া প্যাসেঞ্জার।(৪ ও ৫ মার্চ বাতিল)
advertisement
বর্ধমান-রামপুরহাট-গুমানি-নিউ ফারাক্কা হয়ে ঘুরপথে চলবে১৫৬৪৩ পুরী - কামাখ্যা এক্সপ্রেস।( ২ মার্চ)১৩০৬৩ হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস।( ৪ ও ৫ মার্চ)১৩১৪৫ কলকাতা - রাধিকাপুর এক্সপ্রেস।( ৩ ও ৪ মার্চ)১৩১৬৪ সহরসা - শিয়ালদহ এক্সপ্রেস।( ৩ ও ৪ মার্চ)১৫৭১২কাটিহার - হাওড়া ৪ মার্চ।কাটোয়া-আহমদপুর-গুমানি হয়ে ঘুরপথে চলবে:১৩৪২১/১৩৪২২ নবদ্বীপ ধাম - মালদা শহর - নবদ্বীপ ধাম এক্সপ্রেস। (৪ মার্চ)১৩৪৩১ নবদ্বীপ ধাম – বালুরঘাট এক্সপ্রেস।( ৫ মার্চ)
advertisement
advertisement