Sikkim Disaster: 'খাবার নেই, নেটওয়ার্ক নেই, বাড়ি ফেরান দ্রুত...' পর্যটকদের কাতর আর্তি! সিকিমের লাচুংয়ে প্রবল আতঙ্ক!

Last Updated:
Sikkim Disaster: নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
1/8
উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনও রেহাই নেই। নতুন করে ধস নামল বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস নামায় ফের বিপদ বাড়ল পর্যটকদের।
উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনও রেহাই নেই। নতুন করে ধস নামল বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস নামায় ফের বিপদ বাড়ল পর্যটকদের।
advertisement
2/8
নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
advertisement
3/8
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
advertisement
4/8
উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আর্তি, ‘‘বাড়িতে ফেরান দ্রুত। আলো নেই। নেটওয়ার্ক নেই। খাওয়া নেই।’’
উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আর্তি, ‘‘বাড়িতে ফেরান দ্রুত। আলো নেই। নেটওয়ার্ক নেই। খাওয়া নেই।’’
advertisement
5/8
আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উড়তে পারেনি। ১২০০ জন ভারতীয় পর্যটক এখনও আটকে সিকিমে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে।
আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উড়তে পারেনি। ১২০০ জন ভারতীয় পর্যটক এখনও আটকে সিকিমে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে।
advertisement
6/8
এদিকে এখনও পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে জের। জল বাড়ল মহানন্দা নদীতেও। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি। অবিরাম বৃষ্টির জেরে জলস্রোতে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের সাঁকো।
এদিকে এখনও পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে জের। জল বাড়ল মহানন্দা নদীতেও। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি। অবিরাম বৃষ্টির জেরে জলস্রোতে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের সাঁকো।
advertisement
7/8
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোররা ২নং ও ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোররা ২নং ও ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
advertisement
8/8
দুই গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা সেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় বিরাট সমস্যায় পড়েছে দু’টি গ্রামের বাসিন্দারা।
দুই গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা সেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় বিরাট সমস্যায় পড়েছে দু’টি গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
advertisement