North Bengal Tourism: ঝলমলে তুষারস্নাত রিশপ! কনকনে দার্জিলিং! কাঞ্চনজঙ্ঘার রূপে ঘায়েল পর্যটকেরা...

Last Updated:
North Bengal Tourism: পাহাড় থেকে সমতলের তাপমাত্রার হেরফের হয়নি, এমন আবহাওয়ায় মুগ্ধ পর্যটকেরা!
1/6
শিলাবৃষ্টি এবং তুষারপাতের পর আজ ঝলমলে রিশপ! ঝা চকচকে কাঞ্চন দর্শন। সকাল থেকেই মনোরম আবহাওয়া। কনকনে ঠান্ডা জানান দিচ্ছে গতকালের তুষারপাত। আজও তার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ইতিউতি জমাট বাধা বরফের ছবি। তা নিয়েই মেতে রয়েছেন পর্যটকেরা। খেলা করছেন বরফের টুকরো নিয়ে। বেড়াতে আসা পর্যটকেরা উপভোগ করছে রিশপের অপরূপ সৌন্দর্য্য। Story: Partha Pratim Sircar
শিলাবৃষ্টি এবং তুষারপাতের পর আজ ঝলমলে রিশপ! ঝা চকচকে কাঞ্চন দর্শন। সকাল থেকেই মনোরম আবহাওয়া। কনকনে ঠান্ডা জানান দিচ্ছে গতকালের তুষারপাত। আজও তার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ইতিউতি জমাট বাধা বরফের ছবি। তা নিয়েই মেতে রয়েছেন পর্যটকেরা। খেলা করছেন বরফের টুকরো নিয়ে। বেড়াতে আসা পর্যটকেরা উপভোগ করছে রিশপের অপরূপ সৌন্দর্য্য। Story: Partha Pratim Sircar
advertisement
2/6
রিশপের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকেরা। চোখ যেন কিছুতেই সরছে না। নিষ্পলক নয়নে তাকিয়ে সাদা বরফে মাখা কাঞ্চনজঙ্ঘার দিকে। তুষারপাতের পরদিন সকালে এমন আবহাওয়ায় আর কি হোটেলবন্দী থাকা যায়! হোক না হাড়হিম ঠান্ডা!
রিশপের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকেরা। চোখ যেন কিছুতেই সরছে না। নিষ্পলক নয়নে তাকিয়ে সাদা বরফে মাখা কাঞ্চনজঙ্ঘার দিকে। তুষারপাতের পরদিন সকালে এমন আবহাওয়ায় আর কি হোটেলবন্দী থাকা যায়! হোক না হাড়হিম ঠান্ডা!
advertisement
3/6
তাতে কী এসে যায়! এজন্যেই তো এই সময়টাকে বেছে নেওয়া। গায়ে গরম জামা, গলায় মাফলার আর উলের টুপি মাথায় নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়েছেন পর্যটকেরা। ভিউ পয়েন্টে গরমাগরম কফির কাপে চুমুক আর দেদার আড্ডায় মেতেছে সবাই। 
তাতে কী এসে যায়! এজন্যেই তো এই সময়টাকে বেছে নেওয়া। গায়ে গরম জামা, গলায় মাফলার আর উলের টুপি মাথায় নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়েছেন পর্যটকেরা। ভিউ পয়েন্টে গরমাগরম কফির কাপে চুমুক আর দেদার আড্ডায় মেতেছে সবাই। 
advertisement
4/6
কালিম্পংয়ের আবহাওয়াও অপরিবর্তিত। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজও কাঞ্চনজঙ্ঘা কালিম্পং শহর থেকে আরো স্পষ্ট, পরিষ্কার। যেন হাতের মুঠোয়। মর্নিং ওয়াকারেরাও দাঁড়িয়ে পড়ে শায়িত বুদ্ধ দর্শন করছেন। তাপমাত্রার সামান্য হেরফের হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। উষ্ণতার খোঁজে চায়ের দোকানে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কালিম্পংয়ের আবহাওয়াও অপরিবর্তিত। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজও কাঞ্চনজঙ্ঘা কালিম্পং শহর থেকে আরো স্পষ্ট, পরিষ্কার। যেন হাতের মুঠোয়। মর্নিং ওয়াকারেরাও দাঁড়িয়ে পড়ে শায়িত বুদ্ধ দর্শন করছেন। তাপমাত্রার সামান্য হেরফের হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। উষ্ণতার খোঁজে চায়ের দোকানে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
5/6
শৈলশহর দার্জিলিংও আজ নিজের মেজাজে। সাতসকালেই গমগম করছে ম্যাল চত্বর। ম্যালের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা কার্যত মুঠোবন্দী। আর তাতেই মজে পর্যটকেরা। সেল্ফি বা গ্রুফি তুলবে কিছুতেই যেন ঠিক করে উঠতে পারছেন না। অপলক দৃষ্টি কেড়ে নিয়েছে শায়িত বুদ্ধর অপরূপ রূপ। ম্যাল ছাড়তেই চাইছেন না পর্যটকেরা। চায়ের কাপের ধোঁয়ায় জমে উঠেছে আড্ডা!
শৈলশহর দার্জিলিংও আজ নিজের মেজাজে। সাতসকালেই গমগম করছে ম্যাল চত্বর। ম্যালের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা কার্যত মুঠোবন্দী। আর তাতেই মজে পর্যটকেরা। সেল্ফি বা গ্রুফি তুলবে কিছুতেই যেন ঠিক করে উঠতে পারছেন না। অপলক দৃষ্টি কেড়ে নিয়েছে শায়িত বুদ্ধর অপরূপ রূপ। ম্যাল ছাড়তেই চাইছেন না পর্যটকেরা। চায়ের কাপের ধোঁয়ায় জমে উঠেছে আড্ডা!
advertisement
6/6
তাপমাত্রাও খুব একটা ওঠানামা করেনি। কনকনে ঠান্ডা রয়েছে। তবে তা উপভোগ্য! বলছেন পর্যটকেরা নিজেরাই। অন্যদিকে সমতলের শিলিগুড়িতেও একই আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০-১২ ডিগ্রির আশপাশে। হিমেল হাওয়ার জেরে ঠাণ্ডা এলেও কনকনে ভাবটা নেই। অন্য কয়েকটি দিনের মতো অবশ্য আজ শহর থেকে কাঞ্চন দর্শন স্পষ্ট ছিল না।
তাপমাত্রাও খুব একটা ওঠানামা করেনি। কনকনে ঠান্ডা রয়েছে। তবে তা উপভোগ্য! বলছেন পর্যটকেরা নিজেরাই। অন্যদিকে সমতলের শিলিগুড়িতেও একই আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০-১২ ডিগ্রির আশপাশে। হিমেল হাওয়ার জেরে ঠাণ্ডা এলেও কনকনে ভাবটা নেই। অন্য কয়েকটি দিনের মতো অবশ্য আজ শহর থেকে কাঞ্চন দর্শন স্পষ্ট ছিল না।
advertisement
advertisement
advertisement