Sikkim Landslide: বৃষ্টিতে বিপর্যস্ত, ধস সিকিমে! মৃত ৪, নিখোঁজ একাধিক, ক্ষতিগ্রস্থ প্রচুর বাড়ি

Last Updated:
সকাল ছ'টা নাগাদ ওই এলাকায় হঠাৎ করেই ভূমিধসের জেরে চাপা পড়েছে সাতটি বাড়ি। সিকিম প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়।
1/6
অবিরাম বৃষ্টির জেরে সিকিমের নামচি জেলার ইয়াংগাং সাব ডিভিশনের মাজুয়া গ্রামে ভূমিধসের কারণে মৃত্যু হয় দুজনের।
অবিরাম বৃষ্টির জেরে সিকিমের নামচি জেলার ইয়াংগাং সাব ডিভিশনের মাজুয়া গ্রামে ভূমিধসের কারণে মৃত্যু হয় দুজনের।
advertisement
2/6
জানা গিয়েছে, সকাল ছয়টা নাগাদ ওই এলাকায় হঠাৎ করেই ভূমিধসের জেরে চাপা পড়েছে সাতটি বাড়ি। সিকিম প্রশাসনের তরফে খুব তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়।
জানা গিয়েছে, সকাল ছয়টা নাগাদ ওই এলাকায় হঠাৎ করেই ভূমিধসের জেরে চাপা পড়েছে সাতটি বাড়ি। সিকিম প্রশাসনের তরফে খুব তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়।
advertisement
3/6
নামচি জেলাশাসক অন্নপূর্ণা আলে, জানিয়েছেন এখনো পর্যন্ত ইয়াবা সুব্বা এবং বিশাল রাই বলে দুজন যুবককে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। তবে মনিকা লিম্বু নামক এক মহিলা এখনও নিখোঁজ রয়েছে।
নামচি জেলাশাসক অন্নপূর্ণা আলে, জানিয়েছেন এখনো পর্যন্ত ইয়াবা সুব্বা এবং বিশাল রাই বলে দুজন যুবককে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। তবে মনিকা লিম্বু নামক এক মহিলা এখনও নিখোঁজ রয়েছে।
advertisement
4/6
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় গোটা পাহাড়। ইয়াংগাং সাব ডিভিশনের প্রতিটি গ্রামের খুব ভয়াবহ অবস্থা। বৃষ্টির জলে রাস্তা ঢেকে গিয়েছে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় গোটা পাহাড়। ইয়াংগাং সাব ডিভিশনের প্রতিটি গ্রামের খুব ভয়াবহ অবস্থা। বৃষ্টির জলে রাস্তা ঢেকে গিয়েছে।
advertisement
5/6
অন্যদিকে , অতিরিক্ত বৃষ্টির জেরে তেনটেক খোলা ও মাখায় দিখু থেকে সিংতাম রোড বন্ধ হয়ে গিয়েছে।
অন্যদিকে , অতিরিক্ত বৃষ্টির জেরে তেনটেক খোলা ও মাখায় দিখু থেকে সিংতাম রোড বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
6/6
বর্ষার আশায় দিন গুনছে আপামর বাঙালি। দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ না করলেও উত্তরবঙ্গে ইতিমধ‍্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। উত্তর-পূর্ব ভারতের সিকিমেও হয়েছে ভারী বর্ষণ।
বর্ষার আশায় দিন গুনছে আপামর বাঙালি। দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ না করলেও উত্তরবঙ্গে ইতিমধ‍্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। উত্তর-পূর্ব ভারতের সিকিমেও হয়েছে ভারী বর্ষণ।
advertisement
advertisement
advertisement