লকডাউনে খোশ মেজাজে শিম্বা, জেনিফার! কেউ দুলছে, কেউ আবার শরীর ভিজিয়ে নিচ্ছে বরফে  

Last Updated:
1/6
*লকডাউনের আগে থেকেই বন্ধ বেঙ্গল সাফারি পার্কের দরজা। জনসমাগম এড়াতে রাজ্য বন দফতর এই সিদ্ধান্ত নেয়। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে দেখা নেই পর্যটকদের।  
*লকডাউনের আগে থেকেই বন্ধ বেঙ্গল সাফারি পার্কের দরজা। জনসমাগম এড়াতে রাজ্য বন দফতর এই সিদ্ধান্ত নেয়। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে দেখা নেই পর্যটকদের।  
advertisement
2/6
*নির্জন সাফারি পার্ক। একেবারে খাঁ খাঁ করছে পার্ক ক্যাম্পাস। নেই ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, নেই মানুষের কোলাহল! চারপাশে শুধুই পাখিদের কলতান। বন্য জন্তুদের হুঙ্কার। আর ওই সময়েই নিজেদের এনক্লোজারে দিব্যি সময় কাটাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, কুনকি হাতি, ভাল্লুক, হরিণ-সহ পার্কের অন্যান্য সদস্যরা। এক্কেবারে খোশ মেজাজে।
*নির্জন সাফারি পার্ক। একেবারে খাঁ খাঁ করছে পার্ক ক্যাম্পাস। নেই ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, নেই মানুষের কোলাহল! চারপাশে শুধুই পাখিদের কলতান। বন্য জন্তুদের হুঙ্কার। আর ওই সময়েই নিজেদের এনক্লোজারে দিব্যি সময় কাটাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, কুনকি হাতি, ভাল্লুক, হরিণ-সহ পার্কের অন্যান্য সদস্যরা। এক্কেবারে খোশ মেজাজে।
advertisement
3/6
*লকডাউনেই গর্ভবতী হয়েছে শীলা। এর আগে ২০১৮ সালে তিন শাবকের জন্ম দেয় শীলা।
*লকডাউনেই গর্ভবতী হয়েছে শীলা। এর আগে ২০১৮ সালে তিন শাবকের জন্ম দেয় শীলা।
advertisement
4/6
*বৃহস্পতিবার পার্কে এক অন্য মূহূর্ত ফ্রেমবন্দি হল। সাফারি পার্কের এনক্লোজারে আপনমনে দুলছিল শিম্বা। সে সাফারি পার্কের চিতা।
*বৃহস্পতিবার পার্কে এক অন্য মূহূর্ত ফ্রেমবন্দি হল। সাফারি পার্কের এনক্লোজারে আপনমনে দুলছিল শিম্বা। সে সাফারি পার্কের চিতা।
advertisement
5/6
*এদিকে প্রচণ্ড তাপ প্রবাহে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে দার্জিলিং থেকে আনা চার ব্ল্যাক বিয়ার! যাদের নাম ড্যাডি, জেনিফার, ফুরবু এবং ধ্রুব। অসহ্য গরমে কাহিল হয়ে পড়েছে ওরা। ছটফট করছে। গরম থেকে বাঁচতে বরফ নিয়ে খেলছে জেনিফাররা। আস্ত বরফের চাঁইয়ে শরীর ভেজাচ্ছে ড্যাডি, ফুরবুরা। যাতে অন্তত  কিছুটা স্বস্তি মেলে।
*এদিকে প্রচণ্ড তাপ প্রবাহে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে দার্জিলিং থেকে আনা চার ব্ল্যাক বিয়ার! যাদের নাম ড্যাডি, জেনিফার, ফুরবু এবং ধ্রুব। অসহ্য গরমে কাহিল হয়ে পড়েছে ওরা। ছটফট করছে। গরম থেকে বাঁচতে বরফ নিয়ে খেলছে জেনিফাররা। আস্ত বরফের চাঁইয়ে শরীর ভেজাচ্ছে ড্যাডি, ফুরবুরা। যাতে অন্তত  কিছুটা স্বস্তি মেলে।
advertisement
6/6
*সাফারি পার্কের ডিরেক্টর ধর্মদেও রাই জানান, খোশ মেজাজেই রয়েছে বন্য প্রাণীরা! আপাতত পার্ক খোলার দিনক্ষন চূড়ান্ত হয়নি। তবে বন্য জন্তুরা ভালই আছে। ভাল আছে সাফারি পার্কের দুই লেপার্ড শচীন, সৌরভ। নিজেদের মধ্যে খুনসুঁটিতে ব্যস্ত তারা।
*সাফারি পার্কের ডিরেক্টর ধর্মদেও রাই জানান, খোশ মেজাজেই রয়েছে বন্য প্রাণীরা! আপাতত পার্ক খোলার দিনক্ষন চূড়ান্ত হয়নি। তবে বন্য জন্তুরা ভালই আছে। ভাল আছে সাফারি পার্কের দুই লেপার্ড শচীন, সৌরভ। নিজেদের মধ্যে খুনসুঁটিতে ব্যস্ত তারা।
advertisement
advertisement
advertisement