বাবার হাত ছাড়িয়ে দৌড় কাঠমান্ডুর রাস্তায়...! পরমুহূর্তেই যা ঘটল ২৬-এর ইশ্বতের জীবনে, হাড়হিম ঘটনা নেপালে, শিউরে উঠবেন শুনলে!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nepal Gen Z Protest: জেন Z বিক্ষোভে উত্তাল নেপালে হয়ে যাওয়া সাম্প্রতিক বিক্ষোভে যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা অনেকেই এখন হতবাক। যে বিষয় নিয়ে আন্দোলন আর যে বিষয় ঘটে গেল সেই দুইয়ের মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন না তারা। অনেকেই প্রিয়জন হারিয়ে বিমর্ষ। এরকমই এক কাহিনী ঘটে গেল খোদ দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের বাড়িতেও।
জেন Z বিক্ষোভে উত্তাল নেপালে হয়ে যাওয়া সাম্প্রতিক বিক্ষোভে যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা অনেকেই এখন হতবাক। যে বিষয় নিয়ে আন্দোলন আর যে বিষয় ঘটে গেল সেই দুইয়ের মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন না তারা। অনেকেই প্রিয়জন হারিয়ে বিমর্ষ। এরকমই এক কাহিনী ঘটে গেল খোদ দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের বাড়িতেও।
advertisement
সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চলাকালীন গুলিতে নিহত হন ২৬ বছর বয়সি ইশ্বত অধিকারী। ইশ্বত অধিকারী ও তাঁর পরিবার তানাহুনের ভানু পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কাঠমান্ডুতে বসবাসকারী। এলাকায় তাদের পরিবার সুপরিচিত। পারিবারিক সুনাম রয়েছে। সেনা ও প্রশাসনের সর্বোচ্চ স্তরে কাজ করেছে তাদের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








