বাবার হাত ছাড়িয়ে দৌড় কাঠমান্ডুর রাস্তায়...! পরমুহূর্তেই যা ঘটল ২৬-এর ইশ্বতের জীবনে, হাড়হিম ঘটনা নেপালে, শিউরে উঠবেন শুনলে!

Last Updated:
Nepal Gen Z Protest: জেন Z বিক্ষোভে উত্তাল নেপালে হয়ে যাওয়া সাম্প্রতিক বিক্ষোভে যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা অনেকেই এখন হতবাক। যে বিষয় নিয়ে আন্দোলন আর যে বিষয় ঘটে গেল সেই দুইয়ের মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন না তারা। অনেকেই প্রিয়জন হারিয়ে বিমর্ষ। এরকমই এক কাহিনী ঘটে গেল খোদ দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের বাড়িতেও।
1/7
জেন Z বিক্ষোভে উত্তাল নেপালে হয়ে যাওয়া সাম্প্রতিক বিক্ষোভে যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা অনেকেই এখন হতবাক। যে বিষয় নিয়ে আন্দোলন আর যে বিষয় ঘটে গেল সেই দুইয়ের মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন না তারা। অনেকেই প্রিয়জন হারিয়ে বিমর্ষ। এরকমই এক কাহিনী ঘটে গেল খোদ দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের বাড়িতেও।
জেন Z বিক্ষোভে উত্তাল নেপালে হয়ে যাওয়া সাম্প্রতিক বিক্ষোভে যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা অনেকেই এখন হতবাক। যে বিষয় নিয়ে আন্দোলন আর যে বিষয় ঘটে গেল সেই দুইয়ের মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন না তারা। অনেকেই প্রিয়জন হারিয়ে বিমর্ষ। এরকমই এক কাহিনী ঘটে গেল খোদ দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের বাড়িতেও।
advertisement
2/7
সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চলাকালীন গুলিতে নিহত হন ২৬ বছর বয়সি ইশ্বত অধিকারী। ইশ্বত অধিকারী ও তাঁর পরিবার তানাহুনের ভানু পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কাঠমান্ডুতে বসবাসকারী। এলাকায় তাদের পরিবার সুপরিচিত। পারিবারিক সুনাম রয়েছে। সেনা ও প্রশাসনের সর্বোচ্চ স্তরে কাজ করেছে তাদের পরিবারের সদস্যরা।
সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চলাকালীন গুলিতে নিহত হন ২৬ বছর বয়সি ইশ্বত অধিকারী। ইশ্বত অধিকারী ও তাঁর পরিবার তানাহুনের ভানু পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কাঠমান্ডুতে বসবাসকারী। এলাকায় তাদের পরিবার সুপরিচিত। পারিবারিক সুনাম রয়েছে। সেনা ও প্রশাসনের সর্বোচ্চ স্তরে কাজ করেছে তাদের পরিবারের সদস্যরা।
advertisement
3/7
নেপালি সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঈশ্বর বাহাদুর অধিকারী এবং অঞ্জনা থাপার ছেলে ইশ্বত। দুর্নীতির বিরুদ্ধে সরব হতে, কাঠমান্ডুর বিক্ষোভে যোগদানের জন্য  বাড়ি থেকে বেরিয়েছিল ইশ্বত।
নেপালি সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঈশ্বর বাহাদুর অধিকারী এবং অঞ্জনা থাপার ছেলে ইশ্বত। দুর্নীতির বিরুদ্ধে সরব হতে, কাঠমান্ডুর বিক্ষোভে যোগদানের জন্য  বাড়ি থেকে বেরিয়েছিল ইশ্বত।
advertisement
4/7
তাঁর বাবা বলেন,
তাঁর বাবা বলেন, "ছেলে চেয়েছিল আমিও তার সঙ্গে যাই। আমি যখন প্রস্তাব দিয়েছিলাম, এমন পরিবেশে না বেরনোই ভাল। প্রতিবাদের অনেক রাস্তা আছে। তখন ইশ্বত বলেছি্ল যে এটি আমাদের জন্য একটি জেনারেল জেড আন্দোলন, এবং সে নিজেই চলে গিয়েছিল।"
advertisement
5/7
 "দুর্নীতিমুক্ত দেশ এবং অর্থপূর্ণ পরিবর্তনের আশা নিয়ে ইশ্বত প্রতিবাদে গিয়েছিল। "আমরা সবাই মন থেকে ভেঙে পড়েছি। যখন একটি ছোট ছেলে বিক্ষোভ থেকে আর ঘরে ফিরে আসে না তখন কী নিজেদের ধরে রাখা যায়? পুরো পরিবার শোকাহত। আমার ছেলে শহিদ হয়ে গেল। আমি দেশ যা চায় তা চাই"।
"দুর্নীতিমুক্ত দেশ এবং অর্থপূর্ণ পরিবর্তনের আশা নিয়ে ইশ্বত প্রতিবাদে গিয়েছিল। "আমরা সবাই মন থেকে ভেঙে পড়েছি। যখন একটি ছোট ছেলে বিক্ষোভ থেকে আর ঘরে ফিরে আসে না তখন কী নিজেদের ধরে রাখা যায়? পুরো পরিবার শোকাহত। আমার ছেলে শহিদ হয়ে গেল। আমি দেশ যা চায় তা চাই"।
advertisement
6/7
হাতে তখন শক্ত করে ধরে থাকা ছেলের ছবিটা। অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব ভীম বাহাদুর অধিকারীর নাতি ছিলেন ইশ্বত। সে ইংরেজি এবং মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেছিলেন এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করছিলেন।
হাতে তখন শক্ত করে ধরে থাকা ছেলের ছবিটা। অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব ভীম বাহাদুর অধিকারীর নাতি ছিলেন ইশ্বত। সে ইংরেজি এবং মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেছিলেন এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করছিলেন।
advertisement
7/7
পরিবার সূত্রে জানা গিয়েছে, অধিকারী পরিবার দীর্ঘদিন ধরে কাঠমান্ডুর বালাজুতে বসবাস করছে, যদিও তাদের পৈতৃক নিবাস তানাহুনে। ইস্বত আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং কাঠমান্ডুতে তাঁর পাসপোর্ট বানানোর কাজও চলছিল। কিন্তু মুহূর্তেই সেসব শেষ!
পরিবার সূত্রে জানা গিয়েছে, অধিকারী পরিবার দীর্ঘদিন ধরে কাঠমান্ডুর বালাজুতে বসবাস করছে, যদিও তাদের পৈতৃক নিবাস তানাহুনে। ইস্বত আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং কাঠমান্ডুতে তাঁর পাসপোর্ট বানানোর কাজও চলছিল। কিন্তু মুহূর্তেই সেসব শেষ!
advertisement
advertisement
advertisement