Many Train Cancelled: উত্তরবঙ্গের প্রবেশদ্বারে ঢোকার জায়গাতেই ট্রেনে গন্ডগোল, বাতিল একের পর এক ট্রেন, মাথায় হাত যাত্রীদের

Last Updated:
Many Train Cancelled: বাতিল উত্তরবঙ্গের মালদহ রুটের একাধিক ট্রেন! এমন অবস্থায় বাসের অপেক্ষায় যাত্রীরা
1/5
মালদহ : ট্রেন বাতিলের পরও থমকে নেই যাত্রীদের যাত্রা। ট্রেনের মত আরামদায়ক ভ্রমণ না মিললেও জরুরি কাজে যেতে নিজেরাই বিকল্প পথ খুঁজেছেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেল পরিষেবা উন্নত করতে মালদহ টাউন স্টেশনে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ চলবে। যার ফলে আগামী ৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে কলকাতা থেকে উত্তরবঙ্গের মালদহ রুটের একাধিক ট্রেন।
মালদহ : ট্রেন বাতিলের পরও থমকে নেই যাত্রীদের যাত্রা। ট্রেনের মত আরামদায়ক ভ্রমণ না মিললেও জরুরি কাজে যেতে নিজেরাই বিকল্প পথ খুঁজেছেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেল পরিষেবা উন্নত করতে মালদহ টাউন স্টেশনে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ চলবে। যার ফলে আগামী ৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে কলকাতা থেকে উত্তরবঙ্গের মালদহ রুটের একাধিক ট্রেন।
advertisement
2/5
এমন অবস্থায় এবারে ভোগান্তির শিকার হচ্ছে মালদহ টাউন স্টেশনে আসা রেল যাত্রীদের। কেউ জরুরি কাজে তো আবার কেউ চিকিৎসার জন্য যাচ্ছিলেন কলকাতা। মালদহ টাউন স্টেশনে এসে ট্রেন বাতিলের কথা জানতে পেরে বাধ্য হয়ে সেখান থেকেই রাস্তা বদল করছেন রেল যাত্রীরা। এক যাত্রী মহম্মদ রকি শেখ বলেন,
এমন অবস্থায় এবারে ভোগান্তির শিকার হচ্ছে মালদহ টাউন স্টেশনে আসা রেল যাত্রীদের। কেউ জরুরি কাজে তো আবার কেউ চিকিৎসার জন্য যাচ্ছিলেন কলকাতা। মালদহ টাউন স্টেশনে এসে ট্রেন বাতিলের কথা জানতে পেরে বাধ্য হয়ে সেখান থেকেই রাস্তা বদল করছেন রেল যাত্রীরা। এক যাত্রী মহম্মদ রকি শেখ বলেন, "কলকাতা যাওয়ার জন্য কুলিক এক্সপ্রেস ধরব বলে স্টেশনে এসেছিলাম। এসে দেখি ট্রেনটি বাতিল হয়েছে। রোগীকে নিয়ে কিভাবে বাসে করে যাব বুঝে উঠতে পারছি না।"
advertisement
3/5
তবে ট্রেন বাতিল হলেও যাত্রীরা বেছে নিয়েছেন বাস পরিষেবা। এদিন সকাল থেকেই কলকাতাগামী বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড় দেখা মিলল মালদহ শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো এবং রথবাড়ি মোড় এলাকায়। বাস পরিষেবা মিললেও রেল পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
তবে ট্রেন বাতিল হলেও যাত্রীরা বেছে নিয়েছেন বাস পরিষেবা। এদিন সকাল থেকেই কলকাতাগামী বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড় দেখা মিলল মালদহ শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো এবং রথবাড়ি মোড় এলাকায়। বাস পরিষেবা মিললেও রেল পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
advertisement
4/5
এক যাত্রী মহম্মদ ইব্রাহিম আলি জানান, আরামদায়ক যাত্রার ক্ষেত্রে ট্রেন হচ্ছে একমাত্র ভরসা। রেল কর্তৃপক্ষ ট্রেন বাতিলের ব্যাপারে মোবাইলে মেসেজের মাধ্যমে জানালে এতটা ভোগান্তি হতে হত না। জরুরি কাজে কলকাতা যাচ্ছিলেন। এমন অবস্থায় বাধ্য হয়ে এখন বাসে যেতে হবে।
এক যাত্রী মহম্মদ ইব্রাহিম আলি জানান, আরামদায়ক যাত্রার ক্ষেত্রে ট্রেন হচ্ছে একমাত্র ভরসা। রেল কর্তৃপক্ষ ট্রেন বাতিলের ব্যাপারে মোবাইলে মেসেজের মাধ্যমে জানালে এতটা ভোগান্তি হতে হত না। জরুরি কাজে কলকাতা যাচ্ছিলেন। এমন অবস্থায় বাধ্য হয়ে এখন বাসে যেতে হবে।
advertisement
5/5
রেল ভ্রমণের ক্ষেত্রে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে মালদহ টাউন স্টেশন। কলকাতা যাওয়ার জন্য এই রেলপথের উপর নির্ভরশীল মালদহ সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দারা। এমন অবস্থায় লাগাতার চার দিন ব্যাপী একাধিক ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা। তবে রেলের বিকল্পে বাস পরিষেবায় যাত্রীরা ভিড় জমালেও। আপাতত অতিরিক্ত কোন বাস পরিষেবার কথা জানান হয়নি পরিবহন দফতরের তরফে। Input- JM Momin
রেল ভ্রমণের ক্ষেত্রে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে মালদহ টাউন স্টেশন। কলকাতা যাওয়ার জন্য এই রেলপথের উপর নির্ভরশীল মালদহ সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দারা। এমন অবস্থায় লাগাতার চার দিন ব্যাপী একাধিক ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা। তবে রেলের বিকল্পে বাস পরিষেবায় যাত্রীরা ভিড় জমালেও। আপাতত অতিরিক্ত কোন বাস পরিষেবার কথা জানান হয়নি পরিবহন দফতরের তরফে। Input- JM Momin
advertisement
advertisement
advertisement