একটা দুটো নয়, একসঙ্গে ডজন ডজন কচ্ছপ! মালদহ স্টেশনে পুলিশের বড় সাফল্য

Last Updated:
কচ্ছপগুলির মেডিকেল চেক-আপ হবে। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে।
1/6
পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ মালদা টাউন স্টেশনে গ্রেফতার ১০ জন পাচারকারী। মালদা টাউন স্টেশনে সন্দেহভাজন ১০ জনকে ঘোরাফেরা করতে দেখে আটক করে রেলওয়ে আরপিএফ কর্তারা। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ কচ্ছপ। ঘটনায় গ্রেফতার করা হয় ১০ জন পাচারকারী। ছবি ও তথ্যঃ জিএম মোমিন।
পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ মালদা টাউন স্টেশনে গ্রেফতার ১০ জন পাচারকারী। মালদা টাউন স্টেশনে সন্দেহভাজন ১০ জনকে ঘোরাফেরা করতে দেখে আটক করেন আরপিএফ কর্তারা। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ কচ্ছপ। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
2/6
আরপিএফ অধিকারিক তাদের গ্রেফতার পর খবর দেয় বন দফতরে। খবর পেয়ে মালদা টাউন স্টেশনে যায় বন দফতরের আধিকারিকরা। এরপর উদ্ধার হওয়া কচ্ছপগুলি উদ্ধারের পর তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। আগামীকাল ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
আরপিএফ অধিকারিক তাদের গ্রেফতার পর খবর দেয় বন দফতরে। খবর পেয়ে মালদা টাউন স্টেশনে যান বন দফতরের আধিকারিকরা। এরপর উদ্ধার হওয়া কচ্ছপগুলি উদ্ধারের পর তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
3/6
বন দফতরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেরেছি, ফরাক্কা এক্সপ্রেস থেকে মোট ১৪১টি কচ্ছপ উদ্ধার হয়েছে।
বন দফতরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেরেছি, ফরাক্কা এক্সপ্রেস থেকে মোট ১৪১টি কচ্ছপ উদ্ধার হয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
4/6
তারমধ্যে ১৩৩টি কচ্ছপ জীবিত রয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় দেড় কেজি থেকে ৪৭ কেজি ওজনের। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
তারমধ্যে ১৩৩টি কচ্ছপ জীবিত রয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় দেড় কেজি থেকে ৪৭ কেজি ওজনের। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
5/6
তিনি আরও জানান, এরপর আমরা কচ্ছপগুলির মেডিকেল চেক-আপ করব। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া। কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, এরপর আমরা কচ্ছপগুলির মেডিকেল চেক-আপ করব। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
6/6
এদিকে এই ঘটনায় বন দফতরের হাতে কচ্ছপ তুলে দেওয়ার পর ধৃতদের গ্রেফতার করে আগামীকাল মালদা জেলা আদালতে করা হবে বলে জানা গেছে।
এদিকে এই ঘটনায় বন দফতরের হাতে কচ্ছপ তুলে দেওয়ার পর ধৃতদের গ্রেফতার করে মঙ্গলবার মালদা জেলা আদালতে করা হবে বলে জানা গিয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন।)
advertisement
advertisement
advertisement