Indian Railways: মাত্র পাঁচদিনেই দাবিপূরণ, নতুন ট্রেন পেল সাঁকোপাড়া হল্ট! সাংসদের এক চিঠিতেই বাজিমাত

Last Updated:
Malda Indian Railways: মাত্র পাঁচদিনে দাবিপূরণ। কাটিহার এক্সপ্রেসের জন্য দুটি অতিরিক্ত স্টপেজ করা হয়েছে সাঁকোপাড়া হল্টে।
1/6
এক চিঠিতেই দাবি পূরণ এলাকাবাসীদের। সাংসদের তৎপরতায় হল সমাধান। বিশেষ ট্রেনের স্টপেজ পেল মালদহ রেল ডিভিশনের সাঁকোপাড়া হল্ট। এলাকাবাসীদের দাবি মত স্থানীয় সাংসদ ঈশা খান চৌধুরীর আবেদনে‌ হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল সাঁকোপাড়া হল্ট। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এক চিঠিতেই দাবি পূরণ এলাকাবাসীদের। সাংসদের তৎপরতায় হল সমাধান। বিশেষ ট্রেনের স্টপেজ পেল মালদহ রেল ডিভিশনের সাঁকোপাড়া হল্ট। এলাকাবাসীদের দাবি মত স্থানীয় সাংসদ ঈশা খান চৌধুরীর আবেদনে‌ হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল সাঁকোপাড়া হল্ট। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
এলাকাবাসীদের দাবি নিয়ে রেল মন্ত্রী কাছে দ্বারস্থ হওয়ার পর ৫ দিনের মাথায় বিশেষ ট্রেনের স্টপেজ ঘোষণা করা হয় রেল কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি বিজ্ঞপ্তি দিয়ে স্টপেজের সময়সূচি জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের তরফ থেকে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এলাকাবাসীদের দাবি নিয়ে রেল মন্ত্রী কাছে দ্বারস্থ হওয়ার পর ৫ দিনের মাথায় বিশেষ ট্রেনের স্টপেজ ঘোষণা করা হয় রেল কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি বিজ্ঞপ্তি দিয়ে স্টপেজের সময়সূচি জানান হয়েছে মালদহ রেল ডিভিশনের তরফ থেকে।
advertisement
3/6
মালদহ রেল ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হবে। ২৭ ডিসেম্বর ট্রেন থেকে নাম্বার ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস। এবং ২৮ ডিসেম্বর থেকে ট্রেন নাম্বার ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস দুটির জন্য অতিরিক্ত স্টপেজ করা হয়েছে সাঁকোপাড়া হল্টে।
মালদহ রেল ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হবে। ২৭ ডিসেম্বর ট্রেন থেকে নাম্বার ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস। এবং ২৮ ডিসেম্বর থেকে ট্রেন নাম্বার ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস দুটির জন্য অতিরিক্ত স্টপেজ করা হয়েছে সাঁকোপাড়া হল্টে।
advertisement
4/6
২৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে ট্রেন নম্বর ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনটি সাঁকোপাড়া হল্ট স্টেশনে সকাল ০৫:৩৪ মিনিটে এসে ০৫:৩৬ মিনিটে ছেড়ে যাবে এবং ট্রেন নাম্বার ১৩০৩৪ কাটিহারস-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি সাঁকোপাড়া হল্ট স্টেশনে ১৯:২৯ মিনিটে এসে ১৯:৩১ মিনিটে ছেড়ে যাবে।
২৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে ট্রেন নম্বর ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনটি সাঁকোপাড়া হল্ট স্টেশনে সকাল ০৫:৩৪ মিনিটে এসে ০৫:৩৬ মিনিটে ছেড়ে যাবে এবং ট্রেন নাম্বার ১৩০৩৪ কাটিহারস-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি সাঁকোপাড়া হল্ট স্টেশনে ১৯:২৯ মিনিটে এসে ১৯:৩১ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
5/6
এই বিষয়ে দক্ষিণ মালদহের লোকসভা সাংসদ ঈশা খান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে হাওড়া-কাটিয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য দাবি জানিয়ে আসছিলেন সাঁকোপাড়া হল্ট এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবিতে সাড়া দিয়ে ১৮ ডিসেম্বর রেলমন্ত্রীর কাছে সাঁকোপাড়া হল্টে স্টপেজের জন্য চিঠি করি।
এই বিষয়ে দক্ষিণ মালদহের লোকসভা সাংসদ ঈশা খান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে হাওড়া-কাটিয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য দাবি জানিয়ে আসছিলেন সাঁকোপাড়া হল্ট এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবিতে সাড়া দিয়ে ১৮ ডিসেম্বর রেলমন্ত্রীর কাছে সাঁকোপাড়া হল্টে স্টপেজের জন্য চিঠি করি।"
advertisement
6/6
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "আবেদন মত এদিন ২২ ডিসেম্বর রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে স্টপেজের ঘোষণা করে। এলাকাবাসীদের দাবি পূরণ করে ভাল লাগছে। আরও একাধিক দাবি জানান হয়েছে রেলমন্ত্রীর কাছে যা আগামীতে পূরণ হবে বলে আশাবাদী তিনি।" এদিকে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া দেখা দিয়েছে এলাকা জুড়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement