বাবা,মা, ঠাকুমা, বোনকে জ্যান্ত সমাধি দিয়েছিল অভিযুক্ত আসিফ, শিউরে উঠতে হবে বর্ণনা শুনলে

Last Updated:
সে একবারে খুন করেনি বাবা মাকে। প্রথমেই অচৈতন্য অবস্থায় প্রথমে গর্তে ফেলে দিয়েছিল। তারপর?
1/5
মালদহের কালিয়াচকের বিভীষিকাময় হত্যাকাণ্ডে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুলিশেরও। সকলেই  স্তম্ভিত হয়ে বলছেন এমনটাও সম্ভব! ঘটনায় অভিযুক্ত আসিফ মা, বাবা, বোন, ঠাকুমা খুন করেছে তাই নয়, রীতিমতো জ্যান্ত অবস্থায় তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সে। মা-বাবাকে জ্যান্ত সমাধি দিয়ে তার উপর উপর নির্বিকার চিত্তে একমাসের বেশি বসবাস করেছে সে।
মালদহের কালিয়াচকের বিভীষিকাময় হত্যাকাণ্ডে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুলিশেরও। সকলেই স্তম্ভিত হয়ে বলছেন এমনটাও সম্ভব! ঘটনায় অভিযুক্ত আসিফ মা, বাবা, বোন, ঠাকুমা খুন করেছে তাই নয়, রীতিমতো জ্যান্ত অবস্থায় তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সে। মা-বাবাকে জ্যান্ত সমাধি দিয়ে তার উপর উপর নির্বিকার চিত্তে একমাসের বেশি বসবাস করেছে সে।
advertisement
2/5
সূত্রের খবর গত ২৮ ফেব্রুয়ারি আসিফ বাড়ির চার সদস্য অর্থাৎ বাবা জাওয়াদ আলি, ঠাকুমা আলেকজান খাতুন, মা  ইরা বিবি ও বোন আরিফা খাতুনক খুন করার আগে কোল্ডড্রিঙ্কে মাদক মিশিয়ে খাওয়ায়।
সূত্রের খবর গত ২৮ ফেব্রুয়ারি আসিফ বাড়ির চার সদস্য অর্থাৎ বাবা জাওয়াদ আলি, ঠাকুমা আলেকজান খাতুন, মা ইরা বিবি ও বোন আরিফা খাতুনক খুন করার আগে কোল্ডড্রিঙ্কে মাদক মিশিয়ে খাওয়ায়।
advertisement
3/5
সূত্রের খবর গত ২৮ ফেব্রুয়ারি আসিফ বাড়ির চার সদস্য অর্থাৎ বাবা জাওয়াদ আলি, ঠাকুমা আলেকজান খাতুন, মা  ইরা বিবি ও বোন আরিফা খাতুনক খুন করার আগে কোল্ডড্রিঙ্কে মাদক মিশিয়ে খাওয়ায়।
সূত্রের খবর গত ২৮ ফেব্রুয়ারি আসিফ বাড়ির চার সদস্য অর্থাৎ বাবা জাওয়াদ আলি, ঠাকুমা আলেকজান খাতুন, মা ইরা বিবি ও বোন আরিফা খাতুনক খুন করার আগে কোল্ডড্রিঙ্কে মাদক মিশিয়ে খাওয়ায়।
advertisement
4/5
অতীতের রবিনসন কাণ্ডের মতো ভয়াবহ ঘটনা চাক্ষুষ করেছে রাজ্য কিন্তু এমন নৃশংসতা হাল আমলের দেখা যায়নি বলেই মনে করা হচ্ছে।  মনে করছআসিফের মানসিক সুস্থতা ছিল।
অতীতের রবিনসন কাণ্ডের মতো ভয়াবহ ঘটনা চাক্ষুষ করেছে রাজ্য কিন্তু এমন নৃশংসতা হাল আমলের দেখা যায়নি বলেই মনে করা হচ্ছে। মনে করছআসিফের মানসিক সুস্থতা ছিল।
advertisement
5/5
ইতিমধ্যে আসিফের একটি ডার্ক ওয়েব যোগের ছায়া পাওয়া গিয়েছে দেখা যাচ্ছে। ডার্ক ওয়েব বিষয়ে সে রীতিমত নিয়মিত পড়াশোনা চালাত। নিজের বাড়িতেই একটি ল্যাবরোটারি বানিয়েছিল সে বাবা-মাকেও একসময় সে একটি অ্যাপ বানানোর কথা বুঝিয়েছিল।
ইতিমধ্যে আসিফের একটি ডার্ক ওয়েব যোগের ছায়া পাওয়া গিয়েছে দেখা যাচ্ছে। ডার্ক ওয়েব বিষয়ে সে রীতিমত নিয়মিত পড়াশোনা চালাত। নিজের বাড়িতেই একটি ল্যাবরোটারি বানিয়েছিল সে বাবা-মাকেও একসময় সে একটি অ্যাপ বানানোর কথা বুঝিয়েছিল।
advertisement
advertisement
advertisement