মালদহের কালিয়াচকের বিভীষিকাময় হত্যাকাণ্ডে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুলিশেরও। সকলেই স্তম্ভিত হয়ে বলছেন এমনটাও সম্ভব! ঘটনায় অভিযুক্ত আসিফ মা, বাবা, বোন, ঠাকুমা খুন করেছে তাই নয়, রীতিমতো জ্যান্ত অবস্থায় তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সে। মা-বাবাকে জ্যান্ত সমাধি দিয়ে তার উপর উপর নির্বিকার চিত্তে একমাসের বেশি বসবাস করেছে সে।