Tourist Spot: নতুনভাবে সাজতে চলেছে মালদহের ডিয়ার পার্ক, পর্যটকদের সুবিধার্থে বড় উদ্যোগ বন দফতরের

Last Updated:
Tourist Spot: এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় মালদহ বিভাগীয় বন দফতরের তরফে। আদিনা ডিয়ার পার্কের রাস্তাঘাট থেকে শুরু করে গাছপালা, পশুপাখি, ভবন ইত্যাদি সমস্ত রকম বিষয়ক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
1/5
পর্যটকদের জন্য নতুনভাবে সাজতে চলেছে মালদহের আদিনা ডিয়ার পার্ক। সমস্ত রকম পরিকাঠামো উন্নত করা হবে ডিয়ার পার্কে। পর্যটকদের সুবিধার্থে এবারে নতুনভাবে ডিয়ার পার্কে সাজাতে উদ্যোগ নিল বন দফতর।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
পর্যটকদের জন্য নতুনভাবে সাজতে চলেছে মালদহের আদিনা ডিয়ার পার্ক। সমস্ত রকম পরিকাঠামো উন্নত করা হবে ডিয়ার পার্কে। পর্যটকদের সুবিধার্থে এবারে নতুনভাবে ডিয়ার পার্কে সাজাতে উদ্যোগ নিল বন দফতর।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় মালদহ বিভাগীয় বন দফতরের তরফে। আদিনা ডিয়ার পার্কের রাস্তাঘাট থেকে শুরু করে গাছপালা, পশুপাখি, ভবন ইত্যাদি সমস্ত রকম বিষয়ক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় মালদহ বিভাগীয় বন দফতরের তরফে। আদিনা ডিয়ার পার্কের রাস্তাঘাট থেকে শুরু করে গাছপালা, পশুপাখি, ভবন ইত্যাদি সমস্ত রকম বিষয়ক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
এ বিষয়ে আদিনা ডিয়ার পার্কের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান,
এ বিষয়ে আদিনা ডিয়ার পার্কের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান, "আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত উন্নয়নমূলক কাজ চলাকালীন পর্যটকদের জন্য বন্ধ থাকবে আদিনা ডিয়ার পার্ক। কাজ সম্পন্ন হ‌ওয়ার পর থেকে আবার পুনরায় খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
তিনি আরও বলেন,
তিনি আরও বলেন, "বছরের শেষের দিকে বহু পর্যটকরা ছুটি কাটাতে আদিনা ডিয়ার পার্কে এসে থাকেন। তাই পর্যটকদের সুবিধার্থে আদিনা ডিয়ার পার্কে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। যা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। যার ফলে পর্যটকদের জন্য বন্ধ থাকবে আদিনা ডিয়ার পার্ক। তাই ৭ তারিখের পর পর্যটকদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
আদিনা ডিয়ার পার্কের মূল আকর্ষণ হচ্ছে চিতল হরিণ, নীল গাই সহ ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। প্রাকৃতিক মনোরম পরিবেশ খুঁজতে সারা বছরই আদিনা ডিয়ার পার্কে আনাগোনা থাকে পর্যটকদের। তবে বছরের শেষ এবং শুরুর দিকে ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। তাই পর্যটকদের জন্য ডিয়ার পার্ক কে আরও আকর্ষণীয় এবং সুবিধাজনক করে তুলতে উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন দফতরের আধিকারিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
আদিনা ডিয়ার পার্কের মূল আকর্ষণ হচ্ছে চিতল হরিণ, নীল গাই সহ ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। প্রাকৃতিক মনোরম পরিবেশ খুঁজতে সারা বছরই আদিনা ডিয়ার পার্কে আনাগোনা থাকে পর্যটকদের। তবে বছরের শেষ এবং শুরুর দিকে ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। তাই পর্যটকদের জন্য ডিয়ার পার্ক কে আরও আকর্ষণীয় এবং সুবিধাজনক করে তুলতে উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন দফতরের আধিকারিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement