কুয়ো থেকে তর্জন-গর্জন! ভিতরে ওটা কী? উঁকি মারতেই আত্মারাম খাঁচা সকলের! তারপর যা হল...
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Leopard Rescue in Jalpaiguri: এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, শ্রমিক মহল্লার শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন
<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> চা বাগানের কুয়োয় ওটা কী? বোঝামাত্রই মেরুদণ্ড দিয়ে যেন বয়ে গেল শীতল স্রোত! টন্ডু লাইনে চাঞ্চল্য। হঠাৎ কুয়োয় লেপার্ড! মাটিয়ালী ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন আজ সকালেই থমকে যায়। শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়ির কুয়োর মধ্যে আচমকাই পড়ে যায় পূর্ণবয়স্ক লেপার্ড। প্রথমে বাড়ির লোকজনই কুয়োর ভিতরে তাঁকে ছোটাছুটি করতে দেখেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দেখা যায় আতঙ্ক ও কৌতূহল।
advertisement
advertisement
advertisement
advertisement