Dakshin Dinajpur News: কাগজ ফুলের পরিচর্যা করবেন কীভাবে, জানুন উপায়

Last Updated:
এই শীতকালে কাগজফুল পরিচর্যার যাবতীয় উপায় সহজে জেনে নিন
1/6
প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনো মাটি, তার সঙ্গে বালি মাটি, জৈব সার ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করুন। এই গাছে খাবারের জন্য মাটির সঙ্গে এক চামচ পটাশ সার ব্যবহার করে গাছের গোড়ায় দেওয়া ভাল।
প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনো মাটি, তার সঙ্গে বালি মাটি, জৈব সার ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করুন। এই গাছে খাবারের জন্য মাটির সঙ্গে এক চামচ পটাশ সার ব্যবহার করে গাছের গোড়ায় দেওয়া ভাল।
advertisement
2/6
নার্সারি থেকে নানা রঙের কাগজ ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে নেওয়া যায়। প্রথমে খানিকটা জল দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না। তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না।
নার্সারি থেকে নানা রঙের কাগজ ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে নেওয়া যায়। প্রথমে খানিকটা জল দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না। তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না।
advertisement
3/6
কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ। দোয়াশ মাটি উপযুক্ত। সরাসরি রোদে গাছকে রাখতে হবে দিনে অন্তত ৪-৫ ঘণ্টা। গাছ যত রোদ পাবে তত ভাল ফুল দেবে।
কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ। দোয়াশ মাটি উপযুক্ত। সরাসরি রোদে গাছকে রাখতে হবে দিনে অন্তত ৪-৫ ঘণ্টা। গাছ যত রোদ পাবে তত ভাল ফুল দেবে।
advertisement
4/6
জৈব সার হিসেবে দেওয়া যেতে পারে পচা গোবর সার, সরষের খোল পচা সার, পাতা পচা সার, কিংবা রান্নার বজ্র পদার্থ থেকে পচানো সার।
জৈব সার হিসেবে দেওয়া যেতে পারে পচা গোবর সার, সরষের খোল পচা সার, পাতা পচা সার, কিংবা রান্নার বজ্র পদার্থ থেকে পচানো সার।
advertisement
5/6
কড়া রোদের মধ্যে এই গাছ রাখা ভাল।এই গাছ রোদ পছন্দ করে। এইটুকু যত্ন করলেই শীতকাল এবং গ্রীষ্মকাল জুড়ে কাগজ ফুল গাছে ভর্তি ফুল দেখতে পাওয়া যায়।
কড়া রোদের মধ্যে এই গাছ রাখা ভাল।এই গাছ রোদ পছন্দ করে। এইটুকু যত্ন করলেই শীতকাল এবং গ্রীষ্মকাল জুড়ে কাগজ ফুল গাছে ভর্তি ফুল দেখতে পাওয়া যায়।
advertisement
6/6
এই গাছ খুব সহজে লম্বা হয়ে যায়। তাই টবে চাষ করার জন্য খুব বেশি লম্বা গাছ হয়ে গেলে খুব মুশকিল হবে। তাই ক্রমাগত পাতা ছাঁটাই করতে হবে। এমনটা হলে গাছ ঝাঁকড়া হয়ে ভাল ফুল দেবে।
এই গাছ খুব সহজে লম্বা হয়ে যায়। তাই টবে চাষ করার জন্য খুব বেশি লম্বা গাছ হয়ে গেলে খুব মুশকিল হবে। তাই ক্রমাগত পাতা ছাঁটাই করতে হবে। এমনটা হলে গাছ ঝাঁকড়া হয়ে ভাল ফুল দেবে।
advertisement
advertisement
advertisement