Mamata Setu|| মিটল বাসিন্দাদের দীর্ঘ সমস্যা, নজির সৃষ্টি করে বুড়াধরলা নদীর ওপর 'মমতা সেতু'
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh at Mamata Setu: ২০১৬ সালে কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মণ। প্রয়োজনীয়তা বুঝে সেতু তৈরির আশ্বাস দেন। সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। তৈরি হয় মমতা সেতু।
advertisement
advertisement
advertisement
advertisement
*এ দিন কুণাল ঘোষ বলেন, "ভারতবর্ষের আর একজন সাংসদ বলতে পারবেন কি যে একটা বড় সেতু একজনের এম পি তহবিল থেকে তৈরি হয়েছে? আগে যখন এসেছিলাম, মাঝখানটি জুড়লেও গাড়ি চলাচলের সমস্যা ছিল। এখন পুরো চালু। পরিদর্শনের আমন্ত্রণ ছিল। দেখে ভাল লাগল। কৃষ্ণকান্ত বর্মণের অনুরোধে সেতু নির্মাণে টাকা বরাদ্দ করেছিলাম। সেতু না থাকায় চরম সমস্যায় ছিল ওপাশের গ্রামগুলি। এখন গোটা এলাকা খুশি।"