Kumbh Mela 2025: ভক্তিভরে মহাকুম্ভে পুণ্যস্নানে ডুব, বাড়ির কাজের লোক পাশের বাড়ি থেকে চাবি আনল বাড়ি পরিষ্কার করতে, তারপরেই যা হয়ে গেল, ঘুরল মাথা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Kumbh Mela 2025: মহাকুম্ভে যাওয়াই যেন কাল হল! বাড়ি ফেরার আগেই কাজের লোক
আলিপুরদুয়ার: সপরিবারে মহাকুম্ভে গিয়েছিলেন, পুণ্যাস্নানও হয়েছিল৷ পুণ্যার্জন করে বাড়ি ফিরে আসেন আলিপুরদুয়ারের হাসিমারার ব্যবসায়ী মণীশ গুপ্তা৷ কিন্তু বাড়ি ফিরেই চক্ষু ছানাবড়া তাঁর৷ Photo- AP
advertisement
বাড়ি ফিরেই দেখেন সর্বনাশ হয়ে গেছে। সর্বস্ব চুরির ঘটনা ঘটল এক গৃহস্থের বাড়িতে। হাসিমারা এলাকায় চুরির ঘটনা ঘটল। ঘরের গ্ৰিলের জানলা ভেঙে চোর ঘরে প্রবেশ করে নগদ চার লক্ষ টাকা ও দশ লক্ষ টাকা মূল্যের গয়না নিয়ে চম্পট দিয়েছে। Photo- Representative
advertisement
হাসিমারা এলাকার ব্যবসায়ী মণীশ গুপ্তার ঘরে চুরির ঘটনা ঘটেছে। মণীশ গুপ্তার পরিবার কুম্ভে গিয়েছিলেন। এই খবর পেয়ে সেই সুযোগে চোর ঘরে প্রবেশ করে চুরি করেছে। Photo- Representative
advertisement
এদিন সকালে ঘরের কাজ করার লোক প্রতিবেশীর কাছ থেকে ঘরের চাবি নিয়ে ঘরে প্রবেশ করে দেখে সব লণ্ডভণ্ড। Photo- Representative
advertisement