Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শিশুর মৃত্যু, রাঙাপানি স্টেশনে এই মুহূর্তে কী চলছে? মৃতের সংখ্যা বেড়ে ১০
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kanchanjungha Express Accident: বৃষ্টি মাথায় নিয়ে এখনও ট্রাক সারাইয়ের কাজ করে চলছেন রেল কর্মীরা। রাতে আপ লাইনে মালগাড়ির ট্রায়াল রান করা হয়, তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত ১২'টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে ৷
*সোমবার সকাল পৌনে ন'টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই সারাদিন ধরে চলে উদ্ধারকাজ৷ রাতে আপ লাইনে মালগাড়ির ট্রায়াল রান করা হয়। তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত ১২'টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে৷ ডাউন লাইনের মেরামতির কাজ চলছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*সকাল থেকে দু'জনের ছুটি হয়েছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩৬। তার মধ্যে এক শিশু ভর্তি রয়েছে পিকু ওয়ার্ডে। বাকিদের আলাদা ওয়ার্ড করে চিকিৎসা চলছে। গতকাল দুর্ঘটনায় মৃত কলকাতার সোদপুরের ব্যবসায়ী শুভজিৎ মালির পরিবার আজ মৃতদেহ নিয়ে ফিরবে। এ দিন আত্মীয়রা জানান, গুয়াহাটি থেকে কলকাতা থেকে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। কিছু আইনি কাজ শেষ হলে মৃতদেহ নিয়ে ফিরব। ফাইল ছবি।
advertisement
advertisement
*আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৭ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকি ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (৩২), সেলেব সুব্বা (৩৬), আশিষ দে (৪৭)। এ ছাড়া মৃত্যু হয়েছে বিউটি বেগমের (৪১), মালগাড়ির চালক অনিল কুমারের। মৃত্যু হয়েছে শঙ্কর মোহন দাসের (৬৩)। মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার। ফাইল ছবি।
advertisement
