Eastern Railway Malda: টিকিটবিহীন রেল যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মালদহ ডিভিশনের! এক মাসেই কোটি টাকা জরিমানা আদায়
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Eastern Railway Malda: মালদহ রেল ডিভিশনে চলল কঠোর টিকিট চেকিং অভিযান। মাত্র এক মাসে টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রীদের থেকে আদায় হয়েছে ₹১.৪১ কোটি জরিমানা।
advertisement
advertisement
advertisement
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সুশৃঙ্খল এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মালদহ ডিভিশনের ব্যস্ততম স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম এবং ট্রেনে টিকিট চেকিং আরও জোরদার করা হয়েছে। রেল যাত্রীদের বৈধ টিকিটসহ ভ্রমণের ক্ষেত্রে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি বুকিং কাউন্টারে ভিড় এড়াতে আগাম টিকিট সংগ্রহের প্রতি যাত্রীদের সচেতন করা হচ্ছে।"
advertisement









