Indian Railways: দুন এক্সপ্রেস ও জম্মু-তাওয়াই এক্সপ্রেসের বড় আপডেট! টিকিট থাকলে অবশ্যই জানুন

Last Updated:
Indian Railways: বাংলার মোট তিনটি দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, আগামী সাতদিন চলবে রক্ষণাবেক্ষণের কাজ, তাই রেলের এমন সিদ্ধান্ত
1/6
মালদহ: দুন এক্সপ্রেস ও জম্বু তাওয়াই এক্সপ্রেসে টিকিট রয়েছে। তবে অবশ্যই রেলের এই নতুন আপডেট জেনে নিন। না হলে হয়তো সমস্যায় পড়তে পারেন।
মালদহ: দুন এক্সপ্রেস ও জম্বু তাওয়াই এক্সপ্রেসে টিকিট রয়েছে। তবে অবশ্যই রেলের এই নতুন আপডেট জেনে নিন। না হলে হয়তো সমস্যায় পড়তে পারেন।
advertisement
2/6
রেল যাত্রীদের জন্য আগাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। প্রায় সাতদিন চলবে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ। তাই এই দুটি এক্সপ্রেস ট্রেন সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন অন্য রুটে চলাচল করবে কয়েকদিন।
রেল যাত্রীদের জন্য আগাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। প্রায় সাতদিন চলবে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ। তাই এই দুটি এক্সপ্রেস ট্রেন সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন অন্য রুটে চলাচল করবে কয়েকদিন।
advertisement
3/6
রেলের কাজের জন্য ১৭ জানুয়ারি থেকে ট্রেন গুলির রুট পরিবর্তন করা হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত ঘুরপথে চলবে ট্রেনগুলি।কারণ উত্তর রেলের সফদরগঞ্জ - সৈয়দখানপুর - লখনউ ডিভিশনের দরিয়াবাদ সেকশনে প্রাক-নন-ইন্টারলকিং,নন-ইন্টারলকিং কাজ চলবে।
রেলের কাজের জন্য ১৭ জানুয়ারি থেকে ট্রেন গুলির রুট পরিবর্তন করা হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত ঘুরপথে চলবে ট্রেনগুলি।কারণ উত্তর রেলের সফদরগঞ্জ - সৈয়দখানপুর - লখনউ ডিভিশনের দরিয়াবাদ সেকশনে প্রাক-নন-ইন্টারলকিং,নন-ইন্টারলকিং কাজ চলবে।
advertisement
4/6
রেল লাইনের এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য এমন সিদ্ধান্ত।যে সমস্ত ট্রেনগুলির চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে। সেগুলি হল-১১৩০০৯/১৩০১০ হাওড়া - যোগ নগরী ঋষিকেশ - হাওড়া দুন এক্সপ্রেস। ২২ ও ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে।
রেল লাইনের এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য এমন সিদ্ধান্ত।যে সমস্ত ট্রেনগুলির চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে। সেগুলি হল-১১৩০০৯/১৩০১০ হাওড়া - যোগ নগরী ঋষিকেশ - হাওড়া দুন এক্সপ্রেস। ২২ ও ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে।
advertisement
5/6
বারাণসী - মা বেলুহা দেবী ধাম প্রতাপগড় জংশন - লখনউ হয়ে ডাইভার্ট করা হবে।২১৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই এক্সপ্রেস। ২২ ও ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে। বারাণসী-মা বেলুহা দেবী ধাম প্রতাপগড় জংশন – লখনউ হয়ে ডাইভার্ট করা হবে।
বারাণসী - মা বেলুহা দেবী ধাম প্রতাপগড় জংশন - লখনউ হয়ে ডাইভার্ট করা হবে।২১৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই এক্সপ্রেস। ২২ ও ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে। বারাণসী-মা বেলুহা দেবী ধাম প্রতাপগড় জংশন – লখনউ হয়ে ডাইভার্ট করা হবে।
advertisement
6/6
১৩৪৮৩/১৩৪৮৪ মালদহ টাউন-দিল্লি ফারাক্কা-মালদহ টাউন এক্সপ্রেস। ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে। জাফরাবাদ-সুলতানপুর-লখনউ হয়ে ডাইভার্ট করা হবে। ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। সাধারণ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আগাম রেলের এই বিজ্ঞপ্তি। হরষিত সিংহ
১৩৪৮৩/১৩৪৮৪ মালদহ টাউন-দিল্লি ফারাক্কা-মালদহ টাউন এক্সপ্রেস। ২৩ জানুয়ারি ঘুরপথে চলবে। জাফরাবাদ-সুলতানপুর-লখনউ হয়ে ডাইভার্ট করা হবে। ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। সাধারণ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আগাম রেলের এই বিজ্ঞপ্তি। হরষিত সিংহ
advertisement
advertisement
advertisement