Indian Railways: ট্রেনের কামরায় ‘ওঁরা’, ৫৬ তরুণীর জন্য হাজির রেল পুলিশের ২৭ জনের টিম, তারপর যা যা হল

Last Updated:
Indian Railways: ভিনরাজ্যে কাজের আশা, তাই সকলেই ওদের কথায় রাজি হয়ে উঠেছিলেন ট্রেনে...
1/5
ডাউন ক্যাপিটাল এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় তল্লাশি। উদ্ধার ৫৬ জন তরুণী। তাদের মাস তিনেকের প্রশিক্ষন দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল। Photo -Representative (Meta AI)
ডাউন ক্যাপিটাল এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় তল্লাশি। উদ্ধার ৫৬ জন তরুণী। তাদের মাস তিনেকের প্রশিক্ষন দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল। Photo -Representative (Meta AI)
advertisement
2/5
আগে থেকে খবর ছিল রেল পুলিশের কাছে। সেইমতো ২৭ জনের টিম গঠন করে রেল পুলিশ। সোমবার রাতে এনজেপি স্টেশনে তল্লাশি বিশেষ টিমের।
আগে থেকে খবর ছিল রেল পুলিশের কাছে। সেইমতো ২৭ জনের টিম গঠন করে রেল পুলিশ। সোমবার রাতে এনজেপি স্টেশনে তল্লাশি বিশেষ টিমের।
advertisement
3/5
এনজেপি স্টেশনে তুলকালাম কাণ্ড৷  কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ছক! গ্রেফতার ২, উদ্ধার ৫৬ তরুণী! কাজের প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তরুণীদের ভিন রাজ্যে পাচারের ছক। কিন্তু কোনো নথি দেখাতে পারেনি ধৃতেরা। Photo -Representative (Meta AI)
এনজেপি স্টেশনে তুলকালাম কাণ্ড৷  কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ছক! গ্রেফতার ২, উদ্ধার ৫৬ তরুণী! কাজের প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তরুণীদের ভিন রাজ্যে পাচারের ছক। কিন্তু কোনো নথি দেখাতে পারেনি ধৃতেরা। Photo -Representative (Meta AI)
advertisement
4/5
পরে জানা যায়, বেঙ্গালুরু নয়, তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল। দু'জনকে আটক করে জেরায় অসংলগ্নতা দেখা যায়। গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। এনজেপি জিআরপি এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালায়।
পরে জানা যায়, বেঙ্গালুরু নয়, তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল। দু'জনকে আটক করে জেরায় অসংলগ্নতা দেখা যায়। গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। এনজেপি জিআরপি এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালায়।
advertisement
5/5
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিজেদের হেপাজতে নিয়ে ফের জেরা করা হবে দুই ধৃতকে। অন্যদিকে উদ্ধার হওয়া তরুণীদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। Input- Partha Pratim Sarkar
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিজেদের হেপাজতে নিয়ে ফের জেরা করা হবে দুই ধৃতকে। অন্যদিকে উদ্ধার হওয়া তরুণীদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। Input- Partha Pratim Sarkar
advertisement
advertisement
advertisement