Vistadome Coach for Dooars Tourism: পর্যটকদের জন্যে সুখবর। আগামী শনিবার থেকে রাজ্যে চলবে 'ভিস্টাডোম' কোচ। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। ১৬৯ কিমি যাত্রাপথ পাড়ি দেবে মাত্র ৬ ঘন্টায়।
*পর্যটকদের জন্যে সুখবর। আগামী শনিবার থেকে রাজ্যে চলবে 'ভিস্টাডোম' কোচ। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। ১৬৯ কিমি যাত্রাপথ পাড়ি দেবে মাত্র ৬ ঘন্টায়। তথ্য ও ছবিঃ আবীর ঘোষাল।
2/ 5
*আপাতত সপ্তাহে তিনদিন চলবে এই ভিস্টাডোম কোচ। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেবক, নিউ মাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া ও আলিপুরদুয়ার স্টেশন ছুঁয়ে যাবে 'ভিস্টাডোম' স্পেশ্যাল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের দায়িত্বে এই রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
3/ 5
*কি এই 'ভিস্টাডোম' কোচ? আদপে এই স্পেশ্যাল কোচ থেকে ৩৬০ ডিগ্রি দেখার ব্যবস্থা থাকছে। বিশেষ ধরণের ফাইবারের চাদরে মোড়া থাকবে কোচ। ফলে কোচের যে কোনো প্রান্তে বসেই প্রকৃতি উপভোগ করা যাবে। শীততাপ নিয়ন্ত্রিত এই বিশেষ কোচ তৈরি করেছে ভারতীয় রেল। ছবিঃ সংগৃহীত।
4/ 5
*জানা গিয়েছে, গোটা যাত্রাপথে থাকবে একাধিক বিনোদনের ব্যবস্থা। টি টেস্টিং পয়েন্ট - সেবক ও হাসিমারা, সেলফি পয়েন্ট - সেবক ও হাসিমারা। লোকনৃত্য হবে চালসায়। ভুটানি নাচের আয়জন থাকবে হাসিমারায়।এ ছাড়াও চালসা থেকে চাইলে কেউ সাফারিও করতে পারেন। ছবিঃ সংগৃহীত।