Bhaiphonta Special: ভাইফোঁটার দিন পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ স্থানীয় মহিলাদের

Last Updated:
ভাইফোঁটা উপলক্ষে ইতিমধ্যেই আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা সমাজ। এদিন কোচবিহারে চোখে পড়ল এক অবাক করা ভাইফোঁটার উৎসব। কোচবিহারের কিছু মহিলারা জেলার এক প্রাচীন গাছকে দিলেন ভাইফোঁটা।
1/6
ভাইফোঁটা উপলক্ষে ইতিমধ্যেই আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা সমাজ। তবে এদিন কোচবিহারে চোখে পড়ল এক অবাক করা ভাইফোঁটার উৎসব।
ভাইফোঁটা উপলক্ষে ইতিমধ্যেই আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা সমাজ। তবে এদিন কোচবিহারে চোখে পড়ল এক অবাক করা ভাইফোঁটার উৎসব।
advertisement
2/6
কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিছু মহিলা সদস্যারা জেলার এক প্রাচীন গাছকে দিলেন ভাইফোঁটা। পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হল এর মাধ্যমে।
কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিছু মহিলা সদস্যারা জেলার এক প্রাচীন গাছকে দিলেন ভাইফোঁটা। পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হল এর মাধ্যমে।
advertisement
3/6
জেলা কোচবিহারের রাজ আমলের প্রাচীন এক তল্লী গাছকে ভাই বানিয়ে ভাইফোঁটা দিলেন মহিলারা। ভাইফোঁটার সমস্ত উপাচার মেনেই করা হয় এই আয়োজন।
জেলা কোচবিহারের রাজ আমলের প্রাচীন এক তল্লী গাছকে ভাই বানিয়ে ভাইফোঁটা দিলেন মহিলারা। ভাইফোঁটার সমস্ত উপাচার মেনেই করা হয় এই আয়োজন।
advertisement
4/6
মহিলা সদস্যারা প্রথমে ধুয়ে দেন গাছের গা। তারপর চন্দনের তিলক দেন গাছের গায়ে। এবং ধান, দূর্বা এবং ফুল দিয়ে গাছকে ফোটা দেওয়া হয় নিয়ম মেনেই।
মহিলা সদস্যারা প্রথমে ধুয়ে দেন গাছের গা। তারপর চন্দনের তিলক দেন গাছের গায়ে। এবং ধান, দূর্বা এবং ফুল দিয়ে গাছকে ফোটা দেওয়া হয় নিয়ম মেনেই।
advertisement
5/6
সংস্থার এক সদস্যা পিংকি রায় জানান, মূলত সবুজ রক্ষার বার্তা দিতেই গাছ গাছে ফোটা দেওয়ার এই অনুষ্ঠান করা হয়েছে। গাছকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে সকলকে।
সংস্থার এক সদস্যা পিংকি রায় জানান, মূলত সবুজ রক্ষার বার্তা দিতেই গাছ গাছে ফোটা দেওয়ার এই অনুষ্ঠান করা হয়েছে। গাছকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে সকলকে।
advertisement
6/6
এছাড়াও অনুষ্ঠান শেষে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার এই কাজে খুশি বহু জেলার বহু মানুষ।
এছাড়াও অনুষ্ঠান শেষে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার এই কাজে খুশি বহু জেলার বহু মানুষ।
advertisement
advertisement
advertisement