IMD Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঙ্কার...! বড়দিনের আগেই বিরাট খেল দেখাবে আবহাওয়া, হাড়কাঁপুনি ঠান্ডায় কাঁপছে উত্তর, বাংলায় শীতের নাচন কবে থেকে? জানিয়ে দিল IMD
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Weather Alert: আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
দার্জিলিংয়ে পারদ ৪ ডিগ্রি ছুঁই ছুঁই, চলতি বছরে শীতের শুরুতেই তুষারের চাদরে মুড়েছে সিকিম থেকে শুরু করে দার্জিলিংয়ের সান্দাকফু-সহ একাধিক এলাকা। ডিসেম্বরেই কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় মুড়েছে পাহাড় থেকে সমতল। ক্রিসমাসের আগেই দার্জিলিং এবং কালিম্পংয়ের এর উচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনা, কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ।
advertisement
বৃহস্পতিবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে । ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
advertisement
advertisement
