Siliguri News: নদীও মাফিয়াদের কব্জায়, গড়ে উঠেছে অবৈধ সেতু, শাসক-বিরোধী তরজা!

Last Updated:
নদী দখল হওয়ায় বিপাকে এলাকার কৃষকেরা, বেআইনি নির্মাণ ভাঙার দাবী!
1/6
শুধু মহানন্দা, বালাসন, সাহু নদীই নয়, শিলিগুড়ির অন্য একাধীক নদীর চরও ল্যাণ্ড মাফিয়াদের নজরে! গোটা মহকুমাজুড়েই রমরমা কারবার! জমি মাফিয়াদের কব্জায় বাগডোগরার বুড়ি বালাসন নদী!
শুধু মহানন্দা, বালাসন, সাহু নদীই নয়, শিলিগুড়ির অন্য একাধীক নদীর চরও ল্যাণ্ড মাফিয়াদের নজরে! গোটা মহকুমাজুড়েই রমরমা কারবার! জমি মাফিয়াদের কব্জায় বাগডোগরার বুড়ি বালাসন নদী!
advertisement
2/6
নদীর চর দখল করে গড়ে উঠেছে কংক্রিটের বিল্ডিং। নদীর চর ঘিরেই বাড়ি থেকে দোকানঘর গড়ে উঠেছে। নদীর গতিপথ পালটে তৈরি করা হয়েছে দুটি সেতুও। একটি লোহার, অন্যটি পাকা সেতু। মূলত এপারের সঙ্গে ওপারের যোগাযোগের সুবিধার্থেই এই সেতু তৈরি করা হয়েছে।
নদীর চর দখল করে গড়ে উঠেছে কংক্রিটের বিল্ডিং। নদীর চর ঘিরেই বাড়ি থেকে দোকানঘর গড়ে উঠেছে। নদীর গতিপথ পালটে তৈরি করা হয়েছে দুটি সেতুও। একটি লোহার, অন্যটি পাকা সেতু। মূলত এপারের সঙ্গে ওপারের যোগাযোগের সুবিধার্থেই এই সেতু তৈরি করা হয়েছে।
advertisement
3/6
আগে এই নদীই ছিল ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের কৃষকদের ভরসা। সেচের জল যেত এই বুড়ি বালাসন নদী থেকে। এখন তা ইতিহাস! নদীর জলের নাব্যতাও কমেছে। বাম আমলে সেচের জন্যে লকগেটও তৈরি করা হয়েছিল। আর এই জবরদখলের জন্যে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা একসুরে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দলের নেতাদের। পুলিশ, প্রশাসন সব জেনেও চুপ বলে অভিযোগ তাদের।
আগে এই নদীই ছিল ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের কৃষকদের ভরসা। সেচের জল যেত এই বুড়ি বালাসন নদী থেকে। এখন তা ইতিহাস! নদীর জলের নাব্যতাও কমেছে। বাম আমলে সেচের জন্যে লকগেটও তৈরি করা হয়েছিল। আর এই জবরদখলের জন্যে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা একসুরে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দলের নেতাদের। পুলিশ, প্রশাসন সব জেনেও চুপ বলে অভিযোগ তাদের।
advertisement
4/6
স্থানীয় বাসিন্দা উত্তম সেন, রবীন্দ্র বর্মনদের অভিযোগ, প্রথমে কাঠের ঘর তৈরি করা হয়েছিল। আর এখন তৈরি হয়েছে পাকা বাড়ি। এতে সমস্যায় পড়েছেন এলাকারই কৃষকেরা। সেচের জলের অভাবে মার খাচ্ছে কৃষিকাজ। স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দ বর্মনের অভিযোগ, "শাসক দলের নেতাদের মদতেই নদীর চর দখল হয়েছে। পুলিশ নীরব ভূমিকায়। একের পর এক জমি মাফিয়া গ্রেফতার করা হলেও মূল মাথারা অধরা। কেননা তারা শাসক দলের নেতা। অবিলম্বে এই নদী দখলমুক্ত করতে হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে হবে"।
স্থানীয় বাসিন্দা উত্তম সেন, রবীন্দ্র বর্মনদের অভিযোগ, প্রথমে কাঠের ঘর তৈরি করা হয়েছিল। আর এখন তৈরি হয়েছে পাকা বাড়ি। এতে সমস্যায় পড়েছেন এলাকারই কৃষকেরা। সেচের জলের অভাবে মার খাচ্ছে কৃষিকাজ। স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দ বর্মনের অভিযোগ, "শাসক দলের নেতাদের মদতেই নদীর চর দখল হয়েছে। পুলিশ নীরব ভূমিকায়। একের পর এক জমি মাফিয়া গ্রেফতার করা হলেও মূল মাথারা অধরা। কেননা তারা শাসক দলের নেতা। অবিলম্বে এই নদী দখলমুক্ত করতে হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে হবে"।
advertisement
5/6
কংগ্রেসও একই অভিযোগে সরব। কংগ্রেস নেতা অমিতাভ সরকারের অভিযোগ, "প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অবিলম্বে বুড়িবালাসন নদীকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। ভাঙতে হবে অবৈধ নির্মান"।
কংগ্রেসও একই অভিযোগে সরব। কংগ্রেস নেতা অমিতাভ সরকারের অভিযোগ, "প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অবিলম্বে বুড়িবালাসন নদীকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। ভাঙতে হবে অবৈধ নির্মান"।
advertisement
6/6
জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ অবশ্য পুলিশের ওপরই আস্থা রেখে চলছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ অভিযান শুরু করেছে। এক্ষেত্রে কোনও রং, বর্ণ, ধর্ম দেখা হচ্ছে না। আইন আইনের পথে চলবে"। Reporter-Partha Sarkar
জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ অবশ্য পুলিশের ওপরই আস্থা রেখে চলছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ অভিযান শুরু করেছে। এক্ষেত্রে কোনও রং, বর্ণ, ধর্ম দেখা হচ্ছে না। আইন আইনের পথে চলবে"। Reporter-Partha Sarkar
advertisement
advertisement
advertisement