এই রাস্তা ধরে আলিপুরদুয়ার যাচ্ছেন না তো? খুব সাবধান! যে কোনও সময় হাতি এসে শুঁড়ে তুলে আছাড় মারবে!

Last Updated:
মধু জঙ্গল ধরে আলিপুরদুয়ার যাচ্ছেন তাহলে সাবধান। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে বুনো হাতির একটি দল। বনকর্মীরা রয়েছে পাহারায়।
1/5
মধু জঙ্গলের রাস্তা ধরেছেন আলিপুরদুয়ার যাওয়ার জন্য তাহলে একটু সতর্কতা অবলম্বন করুন। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এক পাল হাতি। এই সতর্কবার্তা দিচ্ছেন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মীরা।
মধু জঙ্গলের রাস্তা ধরেছেন আলিপুরদুয়ার যাওয়ার জন্য তাহলে একটু সতর্কতা অবলম্বন করুন। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এক পাল হাতি। এই সতর্কবার্তা দিচ্ছেন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মীরা।
advertisement
2/5
মধু জঙ্গল শুরু হওয়ার মুখেই দাঁড়িয়ে রয়েছে হাতিগুলি। কখনো রাস্তা পারাপার করছে,আবার কখনো জঙ্গলের ধারে দাঁড়িয়ে রয়েছে হাতিগুলি। এই পরিস্থিতি দেখে রীতিমত ভয় পেয়ে রয়েছেন পথচারী থেকে শুরু করে গাড়ির চালকেরা।
মধু জঙ্গল শুরু হওয়ার মুখেই দাঁড়িয়ে রয়েছে হাতিগুলি। কখনো রাস্তা পারাপার করছে, আবার কখনো জঙ্গলের ধারে দাঁড়িয়ে রয়েছে হাতিগুলি। এই পরিস্থিতি দেখে রীতিমত ভয় পেয়ে রয়েছেন পথচারী থেকে শুরু করে গাড়ির চালকেরা।
advertisement
3/5
এই হাতির পালে রয়েছে কুড়িটি হাতি। ছোট বড় হাতি রয়েছে জঙ্গলটির ধারে। জঙ্গলের গাছের ডাল ভাঙছে আবার কোনোটি শুড় দিয়ে মাটি তুলে নিজেদের গায়ে ছেটাচ্ছে। হাতি দেখতে রাস্তায় ভিড় জমছে।
এই হাতির পালে রয়েছে কুড়িটি হাতি। ছোট বড় হাতি রয়েছে জঙ্গলটির ধারে। জঙ্গলের গাছের ডাল ভাঙছে আবার কোনোটি শুড় দিয়ে মাটি তুলে নিজেদের গায়ে ছেটাচ্ছে। হাতি দেখতে রাস্তায় ভিড় জমছে।
advertisement
4/5
হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে হাতির পালটি গতকাল রাত থেকেই কালচিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের অনুমান বাসরা নদী পার করে মধু জঙ্গলে ঢুকে পড়েছে হাতির পালটি। হাতিগুলির গতিবিধির ওপর নজর রাখছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ।
হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে হাতির পালটি গতকাল রাত থেকেই কালচিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের অনুমান বাসরা নদী পার করে মধু জঙ্গলে ঢুকে পড়েছে হাতির পালটি। হাতিগুলির গতিবিধির ওপর নজর রাখছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ।
advertisement
5/5
এদিকে সকাল থেকেই মধু জঙ্গলে হাতির দলটিকে দেখে কিছু উৎসুক জনতাকে দেখা গিয়েছে সামনে গিয়ে হাতির ছবি নিতে। বনকর্মীরা বারবার তাদের কাছে অনুরোধ জানাচ্ছেন হাতির দলের সামনাসামনি চলে না যেতে। অপ্রীতিকর ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না।
এদিকে সকাল থেকেই মধু জঙ্গলে হাতির দলটিকে দেখে কিছু উৎসুক জনতাকে দেখা গিয়েছে সামনে গিয়ে হাতির ছবি নিতে। বনকর্মীরা বারবার তাদের কাছে অনুরোধ জানাচ্ছেন হাতির দলের সামনাসামনি চলে না যেতে। অপ্রীতিকর ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না।
advertisement
advertisement
advertisement