পুলিশকর্তাদের একাংশের মতে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী অন্যতম প্রধান সড়ক পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক এবং কলকাতা-দিল্লি ২ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী জায়গা হল পানাগড়ের দার্জিলিং মোড়। এখান থেকে রাজ্যের নানা প্রান্তে তথা ভিন্-রাজ্যে ছড়িয়ে পড়তে সুবিধা হয় পাচারকারীদের।