Snow in Rishop: এক রাতেই পৌঁছে যেতে পারেন রাজ্যের এই স্থানে, বরফে ঢাকা পড়েছে চারদিক

Last Updated:
Snow in Rishop: শুক্রবারই ছবি এসেছিল, দার্জিলি ঢেকেছে তুষারপাতে। এ বার শনিবার ভারী তুষারপাতের ছবি পাওয়া গেল রাজ্যেরই আরও এক পর্যটবস্থল কালিম্পংয়ে।
1/6
শুক্রবারই ছবি এসেছিল, দার্জিলিং ঢেকেছে তুষারপাতে। এ বার শনিবার ভারী তুষারপাতের ছবি পাওয়া গেল রাজ্যেরই আরও এক পর্যটবস্থল কালিম্পংয়ে। ছবি ও তথ্য - পার্থপ্রতিম সরকার
শুক্রবারই ছবি এসেছিল, দার্জিলিং ঢেকেছে তুষারপাতে। এ বার শনিবার ভারী তুষারপাতের ছবি পাওয়া গেল রাজ্যেরই আরও এক পর্যটবস্থল কালিম্পংয়ে। ছবি ও তথ্য - পার্থপ্রতিম সরকার
advertisement
2/6
কালিম্পংয়ের রিশপ ও লাভা জনপ্রিয়তম পর্যটনস্থলগুলির মধ্যে একটি। শনিবার সকালে সেই সুন্দরী শহরের ঘুম ভাঙলো সাদা বরফের চাদরে। যে দিকে দুচোখ যায়, ধরা পড়ল সাদা বরফে ঢাকা এক স্বর্গের মতো পরিবেশ।
কালিম্পংয়ের রিশপ ও লাভা জনপ্রিয়তম পর্যটনস্থলগুলির মধ্যে একটি। শনিবার সকালে সেই সুন্দরী শহরের ঘুম ভাঙলো সাদা বরফের চাদরে। যে দিকে দুচোখ যায়, ধরা পড়ল সাদা বরফে ঢাকা এক স্বর্গের মতো পরিবেশ।
advertisement
3/6
খবর মিলেছে রাতভর তুষারপাত হয়েছে রিশপ, লাভায়! ঘুম ভাঙতেই চোখজুড়ে শুধুই সাদা। রাস্তায় বরফের পুরু চাদর।
খবর মিলেছে রাতভর তুষারপাত হয়েছে রিশপ, লাভায়! ঘুম ভাঙতেই চোখজুড়ে শুধুই সাদা। রাস্তায় বরফের পুরু চাদর।
advertisement
4/6
আশপাশের সবুজ গাছপালার রঙ আজও সাদা। গাড়ির ছাদও ঢাকা পড়েছে বরফে।
আশপাশের সবুজ গাছপালার রঙ আজও সাদা। গাড়ির ছাদও ঢাকা পড়েছে বরফে।
advertisement
5/6
পারদও নিম্নমুখী। রিশপ ও লাভায় আজ মাইনাস ১ ডিগ্রী। ১০ বছর পর লাভায় তুষারপাত! স্থানীয়রা মজেছে বরফে।
পারদও নিম্নমুখী। রিশপ ও লাভায় আজ মাইনাস ১ ডিগ্রী। ১০ বছর পর লাভায় তুষারপাত! স্থানীয়রা মজেছে বরফে।
advertisement
6/6
এসেছেন পর্যটকরাও। এ বারে বার বার তুষারপাত হয়েছে উত্তরবঙ্গে। ফলে কাশ্মীর নয়, মাত্র এক রাতের যাত্রায় সহজে বরফের চাদরে ঢাকা শহরের অনুপম সৌন্দর্য ধরা দিতে পারে আপনাদের চোখে।
এসেছেন পর্যটকরাও। এ বারে বার বার তুষারপাত হয়েছে উত্তরবঙ্গে। ফলে কাশ্মীর নয়, মাত্র এক রাতের যাত্রায় সহজে বরফের চাদরে ঢাকা শহরের অনুপম সৌন্দর্য ধরা দিতে পারে আপনাদের চোখে।
advertisement
advertisement
advertisement