অকাল বর্ষণে ভাসছে রাজ্য, পাহাড়ে শুরু তুষারপাত

Last Updated:
1/6
• অকাল বর্ষণে বিপর্যস্ত রাজ্যের যনজীবন ৷ পশ্চিমী ঝঞ্জার প্রভাবে নাগাড়ে চলছে ঝড়-বৃষ্টি  ৷ রাজ্যের বহু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে ৷
• অকাল বর্ষণে বিপর্যস্ত রাজ্যের যনজীবন ৷ পশ্চিমী ঝঞ্জার প্রভাবে নাগাড়ে চলছে ঝড়-বৃষ্টি ৷ রাজ্যের বহু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে ৷
advertisement
2/6
• গতকাল রাতেও প্রবল বর্ষণে ভেসেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ একাধিক এলাকা জলমগ্ন, বিদ্যুতের খুঁটি ছিঁড়ে গিয়েছে, কোথাও কোথাও গাছ পড়ে বন্ধ রাস্তা ৷
• গতকাল রাতেও প্রবল বর্ষণে ভেসেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ একাধিক এলাকা জলমগ্ন, বিদ্যুতের খুঁটি ছিঁড়ে গিয়েছে, কোথাও কোথাও গাছ পড়ে বন্ধ রাস্তা ৷
advertisement
3/6
• উত্তরবঙ্গেও নাগাড়ে চলছে বৃষ্টিপাত ৷ পাহাড়ে এক ধাক্কায় পারদও নেমেছে অনেকটাই ৷
• উত্তরবঙ্গেও নাগাড়ে চলছে বৃষ্টিপাত ৷ পাহাড়ে এক ধাক্কায় পারদও নেমেছে অনেকটাই ৷
advertisement
4/6
• শিলিগুড়ির বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে গতকাল রাতেও ৷ দা‍র্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙেও বৃষ্টি চলছে ৷
• শিলিগুড়ির বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে গতকাল রাতেও ৷ দা‍র্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙেও বৃষ্টি চলছে ৷
advertisement
5/6
• বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, আলিপুদুয়ারেও ৷
• বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, আলিপুদুয়ারেও ৷
advertisement
6/6
• উত্তর সিকিমের লাচুংয়ে শুরু হয়েছে তুষারপাত ৷
• উত্তর সিকিমের লাচুংয়ে শুরু হয়েছে তুষারপাত ৷
advertisement
advertisement
advertisement