বৃষ্টি ভেজা ডুয়ার্সে 'রোড স্টপারের' ভূমিকায় গজরাজ! এই দৃশ্যগুলো দেখলে অবাক হবেন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
গজরাজকে সামনে অটলভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাতীয় সড়কে গাড়িগুলি একে একে থেমে যায়। কেউ গাড়ির ভেতর থেকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন এই বিরল মুহূর্ত
ডুয়ার্সের জঙ্গলপথে ফের 'দাদাগির'! আর তাতেই বেশ কিছুক্ষণের জন্য থমকে গেল জাতীয় সড়ক। ডুয়ার্সের গরুমারা জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি ছুটে যায় বাতাবারি থেকে লাটাগুড়ির পথে। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎই থমকে গেল গাড়িগুলোর চাকা, রুদ্ধ হল গতি। কারণ, রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছেন এক বিশাল গজরাজ।
advertisement
উত্তরবঙ্গজুড়ে এখন ঘোর বর্ষার সময়। টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিন সকালে হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে বাসিন্দাদের। বর্ষায় চারপাশে সবুজের প্রাচুর্য। এরই মাঝে হঠাৎই পথচারী ও গাড়ি চালকরা দেখতে পান, জঙ্গলের দিক থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে সড়কের ধারে দাঁড়িয়ে গজরাজ। বিশাল দেহ, শান্ত অথচ দৃপ্ত উপস্থিতি—যেন বনের রাজাধিরাজ নিজেই এসে দাঁড়িয়েছেন রাস্তার রক্ষী হয়ে!
advertisement
advertisement
বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর হাতিটি ধীরপায়ে ফিরে যায় জঙ্গলের ভেতর। সঙ্গে সঙ্গে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এই জঙ্গলপথে হাতির অবাধ যাতায়াত প্রায়ই দেখা যায়। বিশেষ করে শীতের মরশুমে কিংবা এক্কেবারে ভোর বা সন্ধের সময় তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
advertisement