Fossils In Siliguri: ৬ বছর পর শিলিগুড়িতে রূপম ইসলামের মিউজিকাল ব্যান্ড ফসিলস্! টিকিট পাবেন কী ভাবে? জানুন...

Last Updated:
Fossils In Siliguri: দীর্ঘ ৬ বছর পর আবার শিলিগুড়িতে আসছে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্গীতপ্রেমী মানুষদের মধ্যে।
1/5
শিলিগুড়িতে আসতে চলেছে ফসিলস। দীর্ঘ ৬ বছর পর আবার শিলিগুড়িতে আসছে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্গীতপ্রেমী মানুষদের মধ্যে।
শিলিগুড়িতে আসতে চলেছে ফসিলস। দীর্ঘ ৬ বছর পর আবার শিলিগুড়িতে আসছে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্গীতপ্রেমী মানুষদের মধ্যে।
advertisement
2/5
আগামী ১৯শে মে কাওয়াখালী ময়দানে মিউজিক কনসার্ট এর আয়োজন করা হয়েছে। নাম, দি কার্নিভাল অফ টিউনস' যেখানে থাকবে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস ।
আগামী ১৯শে মে কাওয়াখালী ময়দানে মিউজিক কনসার্ট এর আয়োজন করা হয়েছে। নাম, দি কার্নিভাল অফ টিউনস' যেখানে থাকবে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস ।
advertisement
3/5
টিকিট মূল্য যথাক্রমে ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ টাকা। পেটিএম থেকে টিকিট পাওয়া যাবে ।এছাড়াও অফ লাইনেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
টিকিট মূল্য যথাক্রমে ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ টাকা। পেটিএম থেকে টিকিট পাওয়া যাবে ।এছাড়াও অফ লাইনেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
4/5
শিলিগুড়ি বিধান মার্কেট, বাঘাযতীন পার্ক, হায়দারপাড়া,সিটি সেন্টার, মাটিগারা, এস এফ রোড সহ বিভিন্ন এলাকায় অফলাইন টিকিট কাউন্টার বসানো হয়েছে। সেখান থেকে সকলের টিকিট সংগ্রহ করতে পারবেন।
শিলিগুড়ি বিধান মার্কেট, বাঘাযতীন পার্ক, হায়দারপাড়া,সিটি সেন্টার, মাটিগারা, এস এফ রোড সহ বিভিন্ন এলাকায় অফলাইন টিকিট কাউন্টার বসানো হয়েছে। সেখান থেকে সকলের টিকিট সংগ্রহ করতে পারবেন।
advertisement
5/5
ফসিলস ছাড়াও ওইদিন মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন এম টিভি খ্যাত ইপিয়ার। শিলিগুড়িতে অনেকদিন বাদে একটি চমকপ্রদ অনুষ্ঠান দেখবে বলে দাবি সংস্থার কর্মকর্তাদের।
ফসিলস ছাড়াও ওইদিন মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন এম টিভি খ্যাত ইপিয়ার। শিলিগুড়িতে অনেকদিন বাদে একটি চমকপ্রদ অনুষ্ঠান দেখবে বলে দাবি সংস্থার কর্মকর্তাদের।
advertisement
advertisement
advertisement