হোলিতে দুদিন প্রবেশ নিষেধ জঙ্গলে, শুরু বাড়তি নজরদারি

Last Updated:
Holi 2024: বন্যপ্রান রক্ষার স্বার্থে হোলির দু' দিন সংরক্ষিত বনাঞ্চল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা বন দফতর।
1/6
ফাগুনের সবচেয়ে বড় উৎসব দোল বা হোলি। যাকে কেন্দ্র করে শিকার উৎসবে মাতেন জঙ্গল সংলগ্ন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ
ফাগুনের সবচেয়ে বড় উৎসব দোল বা হোলি। যাকে কেন্দ্র করে শিকার উৎসবে মাতেন জঙ্গল সংলগ্ন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ
advertisement
2/6
তাই বন্যপ্রান রক্ষার স্বার্থে হোলির দু' দিন সংরক্ষিত বনাঞ্চল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষনা করলো জলপাইগুড়ি জেলা বন দফতর
তাই বন্যপ্রান রক্ষার স্বার্থে হোলির দু' দিন সংরক্ষিত বনাঞ্চল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষনা করলো জলপাইগুড়ি জেলা বন দফতর
advertisement
3/6
গরুমারা জাতীয় উদ্যান থেকে শুরু করে চাপরামারি অভয়ারণ্য, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান বন্ধ রাখা হবে
গরুমারা জাতীয় উদ্যান থেকে শুরু করে চাপরামারি অভয়ারণ্য, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান বন্ধ রাখা হবে
advertisement
4/6
শুধু তাই নয়, ওই সময়ের মধ্যে চোরা ভাবেও যাতে কেউ না ঢুকতে পারে তার জন্য সমস্ত রেঞ্জ এবং বিট অফিস গুলিকে সতর্ক করে পেট্রোলিং বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গেও যোগাযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে
শুধু তাই নয়, ওই সময়ের মধ্যে চোরা ভাবেও যাতে কেউ না ঢুকতে পারে তার জন্য সমস্ত রেঞ্জ এবং বিট অফিস গুলিকে সতর্ক করে পেট্রোলিং বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গেও যোগাযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে
advertisement
5/6
হোলি উৎসবের পাশাপাশি হোলি কে কেন্দ্র করে শিকার উৎসবের একটি রীতি রেওয়াজ রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। যেখানে মানুষেরা জঙ্গলে ঢুকে বন্য প্রাণীর শিকার করে থাকে
হোলি উৎসবের পাশাপাশি হোলি কে কেন্দ্র করে শিকার উৎসবের একটি রীতি রেওয়াজ রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। যেখানে মানুষেরা জঙ্গলে ঢুকে বন্য প্রাণীর শিকার করে থাকে
advertisement
6/6
জলপাইগুড়ি জেলা বন দফতরের বন্যপ্রাণ বিভাগের আধিকারিক দিজ্জপ্রতিম সেন বলেন, এই কাজ কেবল হোলি বা নির্দিষ্ট কোনও কমিউনিটিকে লক্ষ করে নয়। বন দফতরের অভিজ্ঞতায় দেখা গেছে বছরের নির্দিষ্ট কিছু সময় আছে, যেখানে প্রচুর মানুষের জমায়েত হয় এবং নেশাগ্রস্থ অবস্থায় থাকেন তারা। তাই বনকে বাঁচাতেই এই উদ্যোগ
জলপাইগুড়ি জেলা বন দফতরের বন্যপ্রাণ বিভাগের আধিকারিক দিজ্জপ্রতিম সেন বলেন, এই কাজ কেবল হোলি বা নির্দিষ্ট কোনও কমিউনিটিকে লক্ষ করে নয়। বন দফতরের অভিজ্ঞতায় দেখা গেছে বছরের নির্দিষ্ট কিছু সময় আছে, যেখানে প্রচুর মানুষের জমায়েত হয় এবং নেশাগ্রস্থ অবস্থায় থাকেন তারা। তাই বনকে বাঁচাতেই এই উদ্যোগ
advertisement
advertisement
advertisement