লন্ঠনের আলোর তাপে কাজ হবে তো? মূর্তি শুকনো করা নিয়ে রক্তচাপ বাড়ছে
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
শহরের পালপাড়ার প্রতিটা বাড়িতেই ব্যস্ততা এখন তুঙ্গে। হাতে মাত্র আর কটা দিন। তার মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু আকাশের মুখ এখনও ভার। সেভাবে সূর্যের দেখা মেলেনি
![শরতের নীল আকাশে কালো মেঘের ঘনঘটা। গত প্রায় এক সপ্তাহ ধরে জেলাজুড়ে হয়ে চলেথে বৃষ্টি। এর ফলে সময় মত কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন মৃৎশিল্পীরা। পাশাপাশি বাজেট বেড়ে যাওয়ার আশঙ্কাও করছে পুজো উদ্যোক্তারা।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী] শরতের নীল আকাশে কালো মেঘের ঘনঘটা। গত প্রায় এক সপ্তাহ ধরে জেলাজুড়ে হয়ে চলেথে বৃষ্টি। এর ফলে সময় মত কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন মৃৎশিল্পীরা। পাশাপাশি বাজেট বেড়ে যাওয়ার আশঙ্কাও করছে পুজো উদ্যোক্তারা।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5395640_img_20250821_123925_copy_1200x900_watermark_210820_1.jpg?impolicy=website&width=827&height=620)