'দুয়ারে সরকার' ফিরিয়ে দিল জীবন! পড়ুয়া পেল 'পা', সামনে অনেক পথ... চমকে দেবে মোকসেদ-কাহিনি!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bangla News: চাকুলিয়া ব্লকের কাহালাগাঁওয়ের বাসিন্দা মোকসেদ। পা হারানোর পর তার চলাফেরার একমাত্র ভরসা হয়ে ওঠে ক্রাচ বা লাঠি। স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে সে। বন্ধুরা যখন সাইকেল চালিয়ে স্কুলে যেত বা খেলাধুলায় মেতে উঠত, তখন একপাশে বসে থাকা ছাড়া উপায় থাকত না মোকসেদের।
advertisement
advertisement
পরিবারের দুঃখ-দুর্দশা--- মোকসেদের পরিবার অত্যন্ত সাধারণ। বাবা মুজলু হক, মা জৈনগন বিবি, পাঁচ বোন ও এক ভাই নিয়ে তাঁদের সংসার। ছেলের এমন দুর্দশা দেখে চোখের জল আটকাতে পারতেন না বাবা-মা। কিন্তু নিম্নবিত্ত পরিবারের পক্ষে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা একেবারেই সম্ভব ছিল না। কীভাবে ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরানো যাবে, তা নিয়েই দুশ্চিন্তায় কাটত তাঁদের দিন।
advertisement
দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আশা--- পরিবারের অসহায় অবস্থার কথা ভেবে সরকারি সাহায্যের আশায় তাঁরা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে যান। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে ৯-১১ ফেব্রুয়ারি গোয়ালপোখর ২ নম্বর ব্লকে বিশেষভাবে সক্ষমদের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই মোকসেদের কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন সরকারি আধিকারিকরা।
advertisement
advertisement
advertisement