অর্কিডের মাঝে অশরীরীর রহস্যের কুহেলীতে ডুবে যেতে আপনার ছুটির ঠিকানা হোক কার্শিয়ঙের ডাও পাহাড়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Durga Puja Travel: ডাউহিল মানে হাজারো পাখির কলতান। ঘুম ভাঙবে পাখির রবে। তারপর হোম স্টে'র ব্যালকনিতে দাঁড়ালেই রূপসী শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় চোখ জুড়িয়ে যাবে
advertisement
advertisement
advertisement
advertisement
এখান থেকেই আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে বরফের চাদরে মোড়া সান্দাক ফু, ধোত্রে, টুমলিং-এর। পাহাড়ের প্রায় সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানেই। পর্যটকেরা প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তে পারেন নামী স্কুল পরিদর্শনে। তার পর অদূরে চিমনি পার্ক, ডিয়ার পার্ক, মনাস্ট্রিও রয়েছে। সন্ধ্যায় কপাল ভাল থাকলে হোম স্টে-এর ব্যালকনি থেকে দেখা মিলতে পারে লেপার্ডের।
advertisement
সারি সারি পাইন গাছ ঠেলে সূর্যের উঁকি। কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে ডাও পাহাড়। এই হোম স্টে-এর নিজস্ব চাষের জমিতে উৎপাদিত শাক, সবজি সম্পূর্ণ অর্গানিক। আবার পাহাড়ের কোলেই পুকুরে চাষ হচ্ছে নদীর মাছও। সঙ্গে নেপালি ট্র্যাডিশনাল ফুড তো থাকছেই। পর্যটকেরা চাইলে নিজেরাই ব্রেকফাস্ট বা দার্জিলিং টি নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন।
advertisement