অর্কিডের মাঝে অশরীরীর রহস্যের কুহেলীতে ডুবে যেতে আপনার ছুটির ঠিকানা হোক কার্শিয়ঙের ডাও পাহাড়

Last Updated:
Durga Puja Travel: ডাউহিল মানে হাজারো পাখির কলতান। ঘুম ভাঙবে পাখির রবে। তারপর হোম স্টে'র ব্যালকনিতে দাঁড়ালেই রূপসী শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় চোখ জুড়িয়ে যাবে
1/7
সাদা অর্কিডের দেশ হিসেবে পরিচিত কার্শিয়ং। শহর থেকে কিছুটা উঁচুতে ডাও হিল। যার নাম শুনলে সন্ধ্যার পর গা ছমছম করে ওঠে। ডাও হিল মানেই ভুতের আনাগোনা। মুণ্ডহীন এক বালক বা লাল চোখের রাঙানির জনশ্রুতি। ( প্রতিবেদন-পার্থপ্রতিম সরকার)
সাদা অর্কিডের দেশ হিসেবে পরিচিত কার্শিয়ং। শহর থেকে কিছুটা উঁচুতে ডাও হিল। যার নাম শুনলে সন্ধ্যার পর গা ছমছম করে ওঠে। ডাও হিল মানেই ভুতের আনাগোনা। মুণ্ডহীন এক বালক বা লাল চোখের রাঙানির জনশ্রুতি। ( প্রতিবেদন-পার্থপ্রতিম সরকার)
advertisement
2/7
কেন নাম ডাও হিল? এখানে ঘুঘুজাতীয় প্রচুর পাখির আনাগোনা। স্থানীয়রা সেই পাখিকে ডাও বা ডাউ বলে ডাকত। তা থেকেই ডাও হিলের নামকরণ।
কেন নাম ডাও হিল? এখানে ঘুঘুজাতীয় প্রচুর পাখির আনাগোনা। স্থানীয়রা সেই পাখিকে ডাও বা ডাউ বলে ডাকত। তা থেকেই ডাও হিলের নামকরণ।
advertisement
3/7
সন্ধ্যার পর এক শূন্যতা ঘিরে ফেলে চারপাশ। সারি সারি পাইন, সেগুন, পিপুল গাছ ঘিরে ঝি ঝি পোকার আওয়াজ। জোনাকি পোকা দখল করে নেয় গোটা রাস্তা। আর ওই ভূতের ভয়ে হাড়হিম করে দেয় শরীর। জঙ্গলঘেরা ডাও পাহাড়ে রয়েছে সুবিশাল লেপার্ড, বুনো ভাল্লুক, হরিণ।
সন্ধ্যার পর এক শূন্যতা ঘিরে ফেলে চারপাশ। সারি সারি পাইন, সেগুন, পিপুল গাছ ঘিরে ঝি ঝি পোকার আওয়াজ। জোনাকি পোকা দখল করে নেয় গোটা রাস্তা। আর ওই ভূতের ভয়ে হাড়হিম করে দেয় শরীর। জঙ্গলঘেরা ডাও পাহাড়ে রয়েছে সুবিশাল লেপার্ড, বুনো ভাল্লুক, হরিণ।
advertisement
4/7
কার্শিয়ং থেকে কিলোমিটার ৫-৬ পার করলেই ডাও হিল। এখানেই গড়ে উঠেছে নয়া হোম স্টে "রেইজ অ্যান্ড হেজ"। ডাউহিল মানে হাজারো পাখির কলতান। ঘুম ভাঙবে পাখির রবে। তারপর হোম স্টে'র ব্যালকনিতে দাঁড়ালেই রূপসী শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় চোখ জুড়িয়ে যাবে।
কার্শিয়ং থেকে কিলোমিটার ৫-৬ পার করলেই ডাও হিল। এখানেই গড়ে উঠেছে নয়া হোম স্টে "রেইজ অ্যান্ড হেজ"। ডাউহিল মানে হাজারো পাখির কলতান। ঘুম ভাঙবে পাখির রবে। তারপর হোম স্টে'র ব্যালকনিতে দাঁড়ালেই রূপসী শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘায় চোখ জুড়িয়ে যাবে।
advertisement
5/7
এখান থেকেই আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে বরফের চাদরে মোড়া সান্দাক ফু, ধোত্রে, টুমলিং-এর। পাহাড়ের প্রায় সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানেই। পর্যটকেরা প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তে পারেন নামী স্কুল পরিদর্শনে। তার পর অদূরে চিমনি পার্ক, ডিয়ার পার্ক, মনাস্ট্রিও রয়েছে। সন্ধ্যায় কপাল ভাল থাকলে হোম স্টে-এর ব্যালকনি থেকে দেখা মিলতে পারে লেপার্ডের।
এখান থেকেই আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে বরফের চাদরে মোড়া সান্দাক ফু, ধোত্রে, টুমলিং-এর। পাহাড়ের প্রায় সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানেই। পর্যটকেরা প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তে পারেন নামী স্কুল পরিদর্শনে। তার পর অদূরে চিমনি পার্ক, ডিয়ার পার্ক, মনাস্ট্রিও রয়েছে। সন্ধ্যায় কপাল ভাল থাকলে হোম স্টে-এর ব্যালকনি থেকে দেখা মিলতে পারে লেপার্ডের।
advertisement
6/7
সারি সারি পাইন গাছ ঠেলে সূর্যের উঁকি। কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে ডাও পাহাড়। এই হোম স্টে-এর নিজস্ব চাষের জমিতে উৎপাদিত শাক, সবজি সম্পূর্ণ অর্গানিক। আবার পাহাড়ের কোলেই পুকুরে চাষ হচ্ছে নদীর মাছও। সঙ্গে নেপালি ট্র‍্যাডিশনাল ফুড তো থাকছেই। পর্যটকেরা চাইলে নিজেরাই ব্রেকফাস্ট বা দার্জিলিং টি নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন।
সারি সারি পাইন গাছ ঠেলে সূর্যের উঁকি। কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে ডাও পাহাড়। এই হোম স্টে-এর নিজস্ব চাষের জমিতে উৎপাদিত শাক, সবজি সম্পূর্ণ অর্গানিক। আবার পাহাড়ের কোলেই পুকুরে চাষ হচ্ছে নদীর মাছও। সঙ্গে নেপালি ট্র‍্যাডিশনাল ফুড তো থাকছেই। পর্যটকেরা চাইলে নিজেরাই ব্রেকফাস্ট বা দার্জিলিং টি নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন।
advertisement
7/7
পুজোয় থাকছে বিশেষ খিচুড়ির আয়োজন। এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে সোজা কার্শিয়ং। তার পর ভাড়ার গাড়িতে ডাউহিল। আপনার জন্য অপেক্ষা করে থাকবে রহস্যমাখা কুহেলী।
পুজোয় থাকছে বিশেষ খিচুড়ির আয়োজন। এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে সোজা কার্শিয়ং। তার পর ভাড়ার গাড়িতে ডাউহিল। আপনার জন্য অপেক্ষা করে থাকবে রহস্যমাখা কুহেলী।
advertisement
advertisement
advertisement