কনকনে বাতাসে অপরূপ কাঞ্চনজঙ্ঘা, ঘুম উৎসবের রঙিন দার্জিলিঙে পর্যটকদের ভিড়, দেখুন ছবি

Last Updated:
Darjeeling and winter: হিমেল পরিবেশে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভাল। সন্ধ্যায় চলবে জয় রাইড। পাহাড় আজ উৎসবমুখর!
1/6
সমতলে এখন সিলিং ফ্যান পুরোপুরি বিশ্রাম না পেলেও পাহাড়ে কিন্তু শীতের ইনিংসের পূর্বাভাস শুরু হয়েই গিয়েছে৷ তার সঙ্গে দার্জিলিঙে পর্যটকদের বাড়তি পাওনা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য৷
সমতলে এখন সিলিং ফ্যান পুরোপুরি বিশ্রাম না পেলেও পাহাড়ে কিন্তু শীতের ইনিংসের পূর্বাভাস শুরু হয়েই গিয়েছে৷ তার সঙ্গে দার্জিলিঙে পর্যটকদের বাড়তি পাওনা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য৷
advertisement
2/6
দার্জিলিঙে গড় তাপমাত্রা এখন ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশে। সঙ্গে হিমেল হাওয়া। গরম পোশাক গায়ে তুলে শীতের আমেজ নিতে শৈলশহরে পর্যটকেরা। বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে।
দার্জিলিঙে গড় তাপমাত্রা এখন ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশে। সঙ্গে হিমেল হাওয়া। গরম পোশাক গায়ে তুলে শীতের আমেজ নিতে শৈলশহরে পর্যটকেরা। বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে।
advertisement
3/6
হিমেল পরিবেশে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভাল। সন্ধ্যায় চলবে জয় রাইড। পাহাড় আজ উৎসবমুখর!
হিমেল পরিবেশে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভাল। সন্ধ্যায় চলবে জয় রাইড। পাহাড় আজ উৎসবমুখর!
advertisement
4/6
ম্যালের ভিউ পয়েন্টে ভিড় জমিয়েছেন পর্যটকরা৷
ম্যালের ভিউ পয়েন্টে ভিড় জমিয়েছেন পর্যটকরা৷
advertisement
5/6
মাঝে মাঝে অবশ্য মেঘের দল এসে ঢেকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে৷ সঙ্গে কনকনে হাওয়া বইছে।
মাঝে মাঝে অবশ্য মেঘের দল এসে ঢেকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে৷ সঙ্গে কনকনে হাওয়া বইছে।
advertisement
6/6
পর্যটকেরা মজেছে মরসুমের ঠাণ্ডায়। তাপমাত্রা আরো নামার সম্ভাবনা। ডেলো, শিলারিগাঁও, ইচ্ছেগাঁওয়ে পর্যটকদের ভিড়।
পর্যটকেরা মজেছে মরসুমের ঠাণ্ডায়। তাপমাত্রা আরো নামার সম্ভাবনা। ডেলো, শিলারিগাঁও, ইচ্ছেগাঁওয়ে পর্যটকদের ভিড়।
advertisement
advertisement
advertisement