এখানের আবহাওয়া দেখে কে বলবে যে কলকাতায় এইমূহূর্তে তাপমাত্রা ৪২ ডিগ্রি ৷ গোটা দক্ষিণবঙ্গে বইছে লু !
ইংরেজরা তাই তাদের রাজত্বকালে দেশের ‘সামার ক্যাপিটাল’ সিমলাকে বানিয়ে কোনও ভুল করেননি ৷ কাজের চাপ না থাকলে গরম থেকে খানিক স্বস্তি পেতে দার্জিলিংকেই বাঙালিদের সামার ক্যাপিটাল বানিয়ে ফেলা উচিৎ ৷ একাধিক বাঙালির পছন্দের জায়গা হল ম্যালের চারপাশের ‘সার্কল হিল ওয়াক’ ৷ ‘মহাকাল মন্দির’, ‘অ্যান্ড্রুস চার্চ’, ‘উইন্ডমেয়ার হোটেল’-এর মতো আরও একাধিক হেরিটেজ জিনিসগুলি দেখতে দেখতে যেন সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির কথাই মনে পড়ে ৷ এছাড়া ভোজনরসিক বাঙালিদের জন্য গ্লেনারিস’, ‘কেভেন্টার্স’ তো আছেই ৷ সঙ্গে যোগ দিয়েছে নতুন কিছু ‘চা বার’ ৷ যেখানে সারাবছরই প্রায় চলে সেল ৷ তাই চা খাওয়ার পাশাপাশি দার্জিংলিংয়ের নানা ফ্লেভারের চা কিনেও নিতে পারেন বাড়ির জন্য ৷ রাজনৈতিক দলের পতাকা থেকে ‘ভোট দিতে আসুন ১৭ তারিখ’ এই প্ল্যাকার্ডই এখন বেশি এই শৈলশহরে ৷ এসব দেখে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী বলা যেতেই পারে... ‘পাহাড় আপাতত হাসছে’৷