Darjeeling Sandakphu: সান্দাকফু নিয়ে আরও সতর্কতা...! আর ভয় নেই, পর্যটকদের জন্য বিরাট খবর, জেনে আপনিও খুশিতে ভাসবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Sandakphu Trip: সান্দাকফু ভ্রমণে গিয়ে পরপর মৃত্যুতে ইতিমধ্যেই টনক নড়েছে পর্যটন ব্যবসায়ী মহলের। পর্যটকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক শুরু হয়েছে পর্যটন মহলে। সে অর্থেই চলতি বছরে পর্যটকদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ গ্রহণ করল জিটিএ এবং তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছে এসএসবি।
advertisement
*এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু – পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ার চারটিই সান্দাকফু থেকে দেখা যায়। তবে ১১ হাজার ৯৩০ ফুট উচ্চতায় সান্দাকফু ভ্রমণে গিয়ে পরপর মৃত্যুতে ইতিমধ্যেই টনক নড়েছে পর্যটন ব্যবসায়ী মহলের। পর্যটকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক শুরু হয়েছে পর্যটন মহলে। সে অর্থেই চলতি বছরে পর্যটকদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ গ্রহণ করল জিটিএ এবং তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছে এসএসবি। ফাইল ছবি।
advertisement
*পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অধিক উচ্চতায় হওয়ায় অনেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়েন যেহেতু এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সে অর্থেই অনেকেই কোন কিছু না ভেবেই সমতল থেকে হঠাৎ করেই সান্দাকফুর কাছেই গন্তব্য ঠিক করে যা কখনোই সঠিক সিদ্ধান্ত নয় এর কারণেই পড়তে হয় শ্বাসকষ্ট জানিত সমস্যায়। ফাইল ছবি।
advertisement
advertisement