Darjeeling Land Rover Safari: পর্যটকদের জন্য সুখবর! দার্জিলিংয়ে খুলে গেল ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার সাফারি

Last Updated:
Darjeeling Land Rover Safari: এবার ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার গাড়িতে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ভ্রমণের মজা নিতে পারবেন পর্যটকরা।
1/5
পর্যটকদের জন্য খুশির খবর। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এবার ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার গাড়িতে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ভ্রমণের মজা নিতে পারবেন পর্যটকরা। খুলে যাচ্ছে সান্দাকফু, ফালুট ট্রেকিং রুট। বৃষ্টির কারণে গত ৩ মাস ধরে বন্ধ ছিল এই ঐতিহাসিক গাড়ি পরিষেবা। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
পর্যটকদের জন্য খুশির খবর। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এবার ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার গাড়িতে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে ভ্রমণের মজা নিতে পারবেন পর্যটকরা। খুলে যাচ্ছে সান্দাকফু, ফালুট ট্রেকিং রুট। বৃষ্টির কারণে গত ৩ মাস ধরে বন্ধ ছিল এই ঐতিহাসিক গাড়ি পরিষেবা। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
advertisement
2/5
মূলত, দার্জিলিং এর সঙ্গে ল্যান্ড রোভারের ভালবাসা বহুদিনের। ল্যান্ড রোভার হল বিশ্বব্যাপী সবচেয়ে আইকনিক গাড়ি নির্মাতাদের মধ্যে একটি। তাদের চরম অফ-রোড ক্ষমতা-সহ যে কোনও পথে খুব সহজেই চলতে পারে এই ল্যান্ড রোভার। সত্তর বছর আগে, যখন মৌটিস উইল্কস প্রথম ল্যান্ড রোভার ডিজাইন করেছিলেন তখন সব রাস্তায় যাতে চলতে সক্ষম হয় সেই কথা ভেবেই গাড়িটি তৈরি করেছিলেন।
মূলত, দার্জিলিং এর সঙ্গে ল্যান্ড রোভারের ভালবাসা বহুদিনের। ল্যান্ড রোভার হল বিশ্বব্যাপী সবচেয়ে আইকনিক গাড়ি নির্মাতাদের মধ্যে একটি। তাদের চরম অফ-রোড ক্ষমতা-সহ যে কোনও পথে খুব সহজেই চলতে পারে এই ল্যান্ড রোভার। সত্তর বছর আগে, যখন মৌটিস উইল্কস প্রথম ল্যান্ড রোভার ডিজাইন করেছিলেন তখন সব রাস্তায় যাতে চলতে সক্ষম হয় সেই কথা ভেবেই গাড়িটি তৈরি করেছিলেন।
advertisement
3/5
১৯৫৮ সালে, প্রথম ল্যান্ড রোভার ভারতের মাটিতে আত্মপ্রকাশ করেছিল। এটি পশ্চিমবঙ্গের ব্রিটিশ চা বাগানকারীরা বিপজ্জনক পাহাড়ি রাস্তা পেরিয়ে চা পরিবহনের জন্য নিয়ে এসেছিলেন এই গাড়ি এবং লঞ্চ হওয়ার পর থেকেই, ল্যান্ড রোভারগুলি রাজ্যের কেন্দ্রস্থলে বিশেষ করে দার্জিলিংয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে।
১৯৫৮ সালে, প্রথম ল্যান্ড রোভার ভারতের মাটিতে আত্মপ্রকাশ করেছিল। এটি পশ্চিমবঙ্গের ব্রিটিশ চা বাগানকারীরা বিপজ্জনক পাহাড়ি রাস্তা পেরিয়ে চা পরিবহনের জন্য নিয়ে এসেছিলেন এই গাড়ি এবং লঞ্চ হওয়ার পর থেকেই, ল্যান্ড রোভারগুলি রাজ্যের কেন্দ্রস্থলে বিশেষ করে দার্জিলিংয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে।
advertisement
4/5
মূলত মানেভঞ্জন থেকে সান্দাকফুর রাস্তায় এই গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হত। দার্জিলিং শীঘ্রই ৩০০ টি ল্যান্ড রোভারের আবাসস্থল হয়ে ওঠে, কারণ স্থানীয়রা এই গাড়ির উপর অনেক বেশি নির্ভরশীল।
মূলত মানেভঞ্জন থেকে সান্দাকফুর রাস্তায় এই গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হত। দার্জিলিং শীঘ্রই ৩০০ টি ল্যান্ড রোভারের আবাসস্থল হয়ে ওঠে, কারণ স্থানীয়রা এই গাড়ির উপর অনেক বেশি নির্ভরশীল।
advertisement
5/5
সিঙ্গলিলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান বলেন, "৭০ বছর পরেও ৩০০টির মধ্যে প্রায় ৩০টি গাড়ি এখনও সক্রিয় রয়েছে । যদিও কেউ কেউ ইঞ্জিন পুনঃনির্মাণ/রূপান্তরের মধ্য দিয়ে গেছে, গাড়ি গুলির সংস্কার করা হয়েছে ।" কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, দার্জিলিং-এর সিরিজ ১ ল্যান্ড রোভারগুলি বর্তমানে বিশ্বের একমাত্র চলমান মডেল। ল্যান্ড রোভারগুলি সত্যিই দার্জিলিংয়ের ঐতিহ্যের একটি অংশ। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
সিঙ্গলিলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান বলেন, "৭০ বছর পরেও ৩০০টির মধ্যে প্রায় ৩০টি গাড়ি এখনও সক্রিয় রয়েছে । যদিও কেউ কেউ ইঞ্জিন পুনঃনির্মাণ/রূপান্তরের মধ্য দিয়ে গেছে, গাড়ি গুলির সংস্কার করা হয়েছে ।" কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, দার্জিলিং-এর সিরিজ ১ ল্যান্ড রোভারগুলি বর্তমানে বিশ্বের একমাত্র চলমান মডেল। ল্যান্ড রোভারগুলি সত্যিই দার্জিলিংয়ের ঐতিহ্যের একটি অংশ। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement