Darjeeling News: বাড়তি আয় থেকে কর্মসংস্থানের সুযোগ! পাহাড়ের অর্থনীতিতে নতুন দিগন্ত, কৃষক-যুবকদের স্বনির্ভরতার পথে ঐতিহাসিক পদক্ষেপ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling News: এতদিন ডিসিডিসিবি পাহাড় জুড়ে কাঁচা মধু সংগ্রহ করলেও, প্রক্রিয়াকরণ ও বোতলজাতকরণের জন্য তা সমতলে পাঠাতে হত। এবার দার্জিলিংয়েই পরিশোধিত মানসম্পন্ন মধু তৈরি হবে। স্থানীয়ভাবে মূল্য সংযোজন হওয়ায় কৃষকদের হাতে বাড়তি আয় আসবে, পাশাপাশি যুবকদের জন্যেও নতুন কর্মসংস্থান তৈরি হবে।
পাহাড়ের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে গেল। বহুদিনের চা-নির্ভর অর্থনীতির বাইরে এসে এবার দার্জিলিং পাহাড় মধু উৎপাদনের ক্ষেত্রেও নিজেদের পরিচয় তৈরি করছে। আইভি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে দার্জিলিংয়ে আনুষ্ঠানিকভাবে বড় আকারের মধু উৎপাদন প্রকল্প শুরু হল, যা এই অঞ্চলে প্রথম। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
গত দুই মাসের ধারাবাহিক পরিশ্রম, কৃষকদের সঙ্গে আলোচনা ও মাঠ পর্যবেক্ষণের পর আইভি মাল্টিপারপাস কো-অপারেটিভের সঙ্গে মিনারেল স্প্রিংস পিএসসি এবং গয়াবাড়ি আঞ্চলিক পিএসসি-র একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নোডাল অফিসার সহ পিএমইউ সেলের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন ডিসিডিসিবি–র চেয়ারম্যান কেশব রাজ পাখরেল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
