Deep Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে ফের বড় তোলপাড় ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী নিম্নচাপ, উত্তরবঙ্গেও প্রবল শীতের হানা,বৃষ্টির সঙ্গী কুয়াশা
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Cyclonic Circulation Over West Bengal: কনকনে শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ পাহাড় থেকে শুরু করে সমতল জুড়ে..!
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে চিহ্নিত নিম্নচাপ এলাকাটি সোমবার পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং এটি একটি গভীর নিম্নচাপ হয়েছে এবং ২৪ নভেম্বর ভারতীয় সময় সাড়ে আটটায় দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে এবং পূর্ব নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ভারত মহাসাগর 5.0°N অক্ষাংশের কাছাকাছি এবং দ্রাঘিমাংশ 85.3°E, ত্রিনকোমালির প্রায় ৬০০ কিমি দক্ষিণ-পূর্বে, নাগাপট্টিনামের ৮৮০ কিমি দক্ষিণ-পূর্বে, পুদুচেরির ৯৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাইয়ের ১০৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। Photo Courtesy- IMD/Twitter
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোমবার দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতেই হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলাতেই ঠাণ্ডা ফুরফুরে হাওয়া ঘন কুয়াশা সকাল থেকেই শীতের আমেজ। ঠান্ডা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
advertisement
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement







