Sikkim Cloudburst: প্রবল গর্জনে ফুঁসছে তিস্তা, মেঘ ভাঙা বৃষ্টির পর কী অবস্থা সিকিমের? দেখুন ভয়ঙ্কর ছবি
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Edited by:Shubhagata Dey
Last Updated:
Sikkim Cloudburst: মাল্লির কাছে তিস্তার গর্ভে চলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক ৷ যানচলাচল বন্ধ রাখা হয়েছে।
advertisement
advertisement
*সেনা সূত্রের খবর, জলের স্রোতে ভেঙে গিয়েছে সিকিমের চুংথাং ও মঙ্গন জেলার যোগাযোগের মূল বাঁধটি। ফলে চুংথাংয়ের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ জলের তোড়ে বেশ মঙ্গন-সহ উত্তর সিকিমের অধিকাংশ রাস্তা, এলাকা প্লাবিত হয়ে গিয়েছে বলে খবর ৷ সিকিমের চুংথাং বাঁধ ভেঙে তিস্তার জল আসছে ৷ ফলে সেখানে ক্ষতির পরিমাণ বেশি ৷
advertisement
advertisement
advertisement
*এ দিকে, মাল্লির কাছে তিস্তার গর্ভে চলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক ৷ ফলে তিস্তা বাজার থেকে মাল্লি হয়ে, আবার শিলিগুড়ি থেকে মাল্লি হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে৷ মাল্লির পাশাপাশি সিংতামেও তিস্তার জল রাস্তার উপর উঠে এসেছে৷ এমনকী তিস্তার জল ঢুকে পড়েছে পাহাড়ি জনবসতি এলাকাতেও৷
advertisement